1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন মু. দেলোয়ার হোসেন পলাশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই গাছ কেটে সাবাড় করছে বন বিভাগ রাউজানে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ- পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাউজানে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায় রাজধানীতে এক আলোচনা সভায় বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তাই বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরের  দাবী ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ও বাবা-ছেলে লড়াই ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি ! মাগুরায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায়! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৮৯ বার

আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে ১ হাজার ১৯টি ভূমিহীন পরিবারের জন্য পাকা ঘর বরাদ্ধ হয়।
প্রকল্প বাস্তবায়ন করতে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বালিয়াডাঙ্গী উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান।
ইউপি চেয়ারম্যানগণের মধ্যে আলহাজ্ব আকরাম আলী, রফিকুল ইসলাম, দীলিপ কুমার চ্যাটাজি বাবু, আকালু মোহাম্মদ ডংগা, ফজলে রাব্বী রুবেল, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন, আওমীলীগের নেতা জুলফিকার আলী, তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা সাইদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে ১ জন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেন না। সেই অনুযায়ী এই বালিয়াডাঙ্গী উপজেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। আগামীতে এই বালিয়াডাঙ্গী উপজেলায় ১০০ % ভূমিহীনদের ঘর দেওয়া সম্পন্ন ঘোষনা করা হবে। তাই যদি কোন এলাকায় কোন ভূমিহীন মানুষ থাকে, তাহলে তালিকা জমা দিতে সকলের প্রতি তিনি আহব্বান জানান।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়াম্যান আলী আসলাম জুয়েল বলেন, এই প্রকল্পটি মাননীয় প্রধান মন্ত্রীর, তিনি দেশের অসহায় ভুমিহীন,গৃহহীনদের পাকা ঘর তৈরী করে তাদের আশ্রয়ে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম