1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপিড়নের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না- ড. ইউনূস সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপিড়নের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২২১ বার

খাগড়াছড়ি পার্বত‍্য জেলার রামগড় থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে একই স্কুলের ছাত্রী নিপীড়নের মিথ্যে অভিযোগের প্রতিবাদে রামগড়স্থ লেকভিউতে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষক বেলায়েত হোসেনের স্ত্রী মিসেস আয়শা বেগম।

২২ মে সকাল ১১ ঘটিকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মিসেস আয়শা বেগম বলেন, থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন আমার স্বামী হন। কিছুদিন পূর্বে থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ত্রিপুরা সাম্পদায়ের এক ছাত্রীকে যৌননিপীড়নের মিথ্যা অভিযোগ এনে একটি পক্ষ আমার স্বামী বেলায়েত হোসেনকে ফাঁসানোর চেষ্টা এবং রামগড় থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ স্বামীর চাকরির ক্ষতি সাধন করা হচ্ছে। পাশাপাশি স্কুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করারও অপচেষ্টায় মেতেছেন পক্ষটি ।
তিনি লিখিত বক্তব্যে আরো জানান, আমার স্বামীর বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবীর সাজানো সাম্প্রদায়িক নাটক ছিলো। আমার স্বামী বেলায়েত হোসেনের সাথে প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবীর পূর্ব থেকে বিভিন্ন ঘটনায় মতবিরোধ ছিলো। বদলিজনিত সমস্যা ও স্কুলের বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে বাঁধা দেওয়ার কারণে মতের অমিল চলছে তাদের দুজনের। ইন্দ্রানী দেবীর সাথে স্থানীয় রুপম ত্রিপুরা নামে একটি ছেলের বিদ‍্যালয়ের দপ্তরি নিয়োগের বিষয়ে অর্থনৈতিক চুক্তি হয়। সে চুক্তির বিষয়ে শিক্ষক বেলায়েত জানার পর তা প্রত‍্যাখান করেন, চুক্তি মোতাবেক চাকরির চুক্তির টাকা ইন্দ্রানী দেবী রুপম ত্রিপুরা থেকে নিতে না পারায় প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী রাগে ক্ষুব্ধ হয়ে আমার স্বামী বেলায়েত কে থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানি, কখনো কখনো নির্যাতন, কখনো ধর্ষণ করা হয়েছে বলে, মিডিয়াকে ভুল তথ্য দিয়ে নিউজ প্রকাশ করায় এবং মেয়ের পরিবারকে দিয়ে থানায় মামলা করায়।

সাজানো মিথ্যা মামলা ও ঘটনা প্রকাশ করিয়ে আমাদেরর সম্মানহানি করার চেষ্টা করছেন ইন্দ্রানী দেবীসহ একটি পক্ষ। বর্তমানে আমি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে কষ্টে জীবনযাপন করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষক বেলায়েতের বাবা নুরুল হুদা, মেয়ে ও ছোট ভাই। তাদের বক্তব্যেও যৌন নিপীড়নের ঘটনাটিকে সাজানো ঘটনা হিসেবে বলা হয়েছে। শিক্ষক বেলায়েত এর পরিবার মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সে সাথে নিরপেক্ষ তদন্ত দাবী করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তারা অবিলম্বে নির্দোষ শিক্ষক বেলায়েতের নামে মিথ্যা ও সাজানো মামলা প্রত‍্যাহারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net