রাউজানের নোয়াজিশপুরে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র চন্দ্র বার্ষিকী ফাতেহা উপলক্ষে মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৫ মে রবিবার বাদে এশা রাউজানের নোয়াজিশপুর আবদুর রশিদ সারাং বাজার মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিশপুর ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী। মাহফিলে প্রধান আলোচক হিসাবে তকরির করেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হেফজ খানা ও এতিম খানার শিক্ষক হাফেজ মাওলনা আবুল কালাম।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পষদ সদস্য,রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক আনিস উল খান বাবর।উপস্থিত ছিলেন,আল্লামা ফরিদ উদ্দিন, খোরশেদ আলম, মেম্বার তাজ উদ্দিন খান সোলায়মান, মেম্বার শফিউল বশর, জাহেদুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম, সেলিমুল হক রুবেল, কাজী হেলাল উদ্দিন, মোঃ সুমন প্রমুখ । মাহফিল শেষে মাইজভান্ডারী মরমী শিল্পি আরমানের পরিবেশনায় সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।