১হাজার ৮শত ৬৮ একর আয়তনের রাউজান রাবার বাগানের জমি থেকে ৫শত একর পাহাড়ী জমি দখল করে গড়ে তোলেছে বৃক্ষের বাগান ও বসতি।এলাকার প্রভাবশালী ব্যক্তিরা রাউজান রাবার বাগানের পাহাড়ী জমি এই জবর দখল করে এসব বসতি ও বৃক্ষের বাগান গড়েন।বসতিদের মধ্যে অনেকেই রোহিঙ্গা বলে জানা গেছে।রাবার বাগানের পাহাড়ি জমি দখল করে বসতি গড়ে তোলা রোহিঙ্গা পরিবারের নারী ও পুরুষসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন রাউজান এলাকার ভোটারও হয়েছেন।রাউজান রাবার বাগানের পাহাড়ী জমি জবর দখল থেকে চিকনচড়া, দোচালা এলাকা থেকে ১শত ২০একর জমি উদ্ধার করে নতুন করে রাবার গাছের চারা রোপন করেছেন রাউজান রাবার বাগান কতৃপক্ষ।রাউজান রাবার বাগানের ম্যানেজার রুহুল আমিন বলেন, রাউজান রাবার বাগানের পাহাড়ী জমি জবর দখল করে বৃক্ষের বাগান ও ঘরবাড়ী গড়ে তোলেছেন ২শত ১০ জন ব্যক্তি। চিকনছড়া দোচালা এলাকা থেকে ১শত ২০ একর পাহাড়ী জমি উদ্ধার করে নতুন করে রাবার গাছের চারা রোপন করে নতুন বাগান সৃজন করা হয়েছে। ডিলাইট ও দোচালা এলাকায় রাউজানের পশ্চিম রাউজান এলাকার বাসিন্দা লোকমান চৌধুরী রাউজান রাবার বাগোনের ২০ একর পাহাড়ী জমি জবর দখল করে রাবার গাছ কেটে ফেলে বৃক্ষের বাগান গড়ে তোলেছে। লোকমান চৌধুরীর জবর দখল থেকে রাউজান রাবার বাগানের জমি উদ্ধার করছি।কিছু পরিমান জবর দখল থেকে জমি উদ্ধার করা হয়েছে । ঐজমি উদ্ধার করায় লোকমান চৌধুরী রাউজান রাবার বাগানের ম্যানেজার রুহুল আমিন ও রাউজান রাবার বাগানের কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে জানান। অপরদিকে লোকমান চৌধুরী জানান,রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে বন্দোবস্তি নিয়ে ডিলাইট এলাকার পাহাড়ী জমিতে গড়ে তোলা বৃক্ষের বাগান থেকে রাউজান রাবার বাগান তার রোপন করা গাছ কেটে ফেলেছে।এ ব্যাপারে লোকমান চৌধুরী মামলা করেছেন বলে জানান।