1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুলের কমিটি গঠনে অনিয়ম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার উৎকোচ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাঁশখালীতে সহস্রাধিক গাছ কেটে সাবার করেছে ইউপি চেয়ারম্যান, বনবিভাগ জব্দ করেছে ২০০ টুকরা! শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পানি বিতরণ পৌর মেয়রের বিরুদ্ধে টোলের টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ প্রচণ্ড তাপদাহে নোয়াখালী পুলিশ সুপারের বিশুদ্ধ পানি ও জুস বিতরণ নবীনগরে উপজেলা কমিউনিস্ট পার্টির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালী সামুদ্রিক মৎস্য আহরণকারী বিহিন্দী জাল বোট মালিক সমিতির কমিটি গঠন নবীনগরে সহজ ও ঝামেলাহীন সেবা দিয়ে যাচ্ছে ডাচ্-বাংলা ব‍্যাংক ফাস্ট ট‍্র‍্যাক সাংবাদিকদের কটুক্তি ও মামলার হুমকির প্রতিবাদে সৈয়দপুর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

স্কুলের কমিটি গঠনে অনিয়ম

মাহমুদুল হাসান, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৯০ বার

বিধি উপেক্ষা করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মানুযায়ী নির্বাচনের মধ্যদিয়ে কমিটি গঠন করার কথা থাকলেও ওই বিদ্যালয়ে নির্বাচন দেয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর।

অথচ নির্বাচনে দায়িত্বে প্রিজাইডিং অফিসার কাগজে-কলমে দেখিয়েছেন নির্বাচনের সকল প্রক্রিয়া মেনে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটিতে যারা পদ পেয়েছেন তাদের অনেকে জানেন না তারা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অবৈধ কমিটি গঠন নিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ স্থানীয়রা। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অনাদি কুমার বাহাদুর স্বাক্ষরিত এক চিঠিতে দেখা যায়, ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে চলতি বছরের ৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক চিঠিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুরকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেন। সেই চিঠির প্রেক্ষিতে তিনি ১০ মার্চ টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

বিদ্যালয় লুটেপুটে খাওয়া জন্য গোপনে কমিটি করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে অভিভাবক লুৎফর রহমান বলেন, ওই কমিটি কিভাবে মেনে নিবো? গোপনে কমিটি করলে কেউ মেনে নিবে? যারা কমিটি করছে তারা লুটপাটের জন্য করছে। এলাকায় দেখতেছি, কেউ জমি বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে, অনেকে ঋণে টাকা নিয়েছে। বিদ্যালয়ে বিভিন্ন পদের আশায় প্রধান শিক্ষককে টাকা দিয়েছে।
ম্যানেজিং কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ শিক্ষক সদস্য পদে জয়ী মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে কিনা তা আমি জানিনা। এবং আমিও যে শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছি তাও জানিনা।
আরেক শিক্ষক সদস্য শুভংকর চন্দ্র দাস জানান, বিদ্যালয়ে কমিটির বিষয় আমি কিছুই জানিনা। পরে শুনেছি আমাকে শিক্ষক সদস্য পদে রাখা হয়েছে।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসাইন বলেন, ‘টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে কিনা আমি জানিনা, তবে কিছু দিন আগে লোক মুখে শুনেছি নির্বাচনের মধ্যদিয়ে জাহিদ হাসান পিয়েল সভাপতি হয়েছেন।’

টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট মোহাম্মদ শামীম মিয়া বলেন, ‘গোপনে গোপনে নির্বাচন দেখিয়ে কমিটি গঠন করেছে। ওই কমিটির সকল সদস্য তাদের আত্মীয়-স্বজন। নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্য তারা অবৈধ পন্থায় হেঁটেছেন। এছাড়াও ইতোপূর্বে অবৈধভাবে প্রধান শিক্ষক তার স্ত্রী ও তার ভাগিনা সাইদুর রহমানকে নিয়োগ দেয়।’
উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার অনাদি কুমার বাহাদুর বলেন, ‘আমাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়ার পরে নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কাগজপত্র বুঝিয়ে দিয়েছি। প্রচারের অনুরোধসহ। তিনি সকল কাগজপত্র বুঝে নিয়েছেন। এবং বলেছেন, যথাযত প্রক্রিয়ায় প্রচার-প্রচারণা করা হবে।’
অভিযোগের বিষয়ে কথা বলতে টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সাথে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান বলেন, ‘অভিযোগ যাচাই করে দেখবো। যদি অভিযোগ প্রমাণিত হয় কমিটির ব্যাপারে আমাদের বিধি অনুযায়ী ব্যবস্থা নিব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম