1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ( ৭)শিশুর মৃত্যু ! বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

চট্টগ্রামে দুটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৩৭ বার

ভারত থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত আন্তর্জাতিক স্মারকগ্রন্থ দুটির প্রকাশনা উৎসব আগামী নভেম্বর মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের কার্যালয়ে সংগঠনের মহাসচিব শাওন পান্থের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ প্রস্তুতি সভায় আন্তর্জাতিক স্মারকগ্রন্থ দুটির সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধের গবেষক ডক্টর দেবব্রত দেবরায় সহ ভারতের পাঁচজন প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের পক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি শিল্পী, সাহিত্যিক, কবি, সংগঠক ও সাংবাদিক অংশ নেন। সভায় আন্তর্জাতিক স্মারক গ্রন্থ দুটির প্রকাশনা উৎসব উপলক্ষে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ এবং সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতারকে সভাপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শাওন পান্থকে সদস্যসচিব করে ৫০ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। আগামী নভেম্বর মাসে চট্রগ্রামে বর্ণাঢ্য কলেবরে একটি প্রকাশনা উৎসব করার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রস্তুতি সভায় সূচনা বক্তব্য রাখেন কবি শাওন পান্থ এবং মূল বক্তব্য রাখেন ড. দেবব্রত দেবরায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক ড. মনিরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক সাফল্য ও দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মোবাশশিরা, সহসভাপতি অধ্যাপক ফাতেমার জেবুন্নেসা, সাংবাদিক ও সম্পাদক ওসমান গনি মনসুর, কবি কমরে আলম, বিশিষ্ট মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী, যুগ্ম সদস্য সচিব আমিনা রহমান, কবি তৌফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম, নিলুফার ইয়াসমিন জয়িতা, কবি ইসমত আরা নীলিমা, নাসিমা আক্তার ডেইজী, কবি শাহীন মাহমুদ, নৃত্য শিল্পী অনন্য বড়ুয়া, শিল্পী শিলা চৌধুরী, বাচিক শিল্পী কঙ্কন দাস, প্রবীর পাল, নাজনীন হক, অধ্যাপক সাকিব করিম, ফারহান খান, আদিবা ওয়াদুদ, মোহাম্মদ তিতাস, শাহানুর আক্তার শানু, নাসির হোসেন জীবন, কবি মোহাম্মদ কায়সার, রবীন হাসান, মনোয়ারা মনা প্রমুখ।
ভারতের পক্ষে বক্তব্য রাখেন কবি মৃনাল কান্তি পন্ডিত, বিশিষ্ট গীতিকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, বিশিষ্ট সংগীত শিল্পী সীমা পুরাকায়স্থ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীত শিল্পী সুবর্ণা রহমান।

ড, দেবব্রত দেবরায় তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সেটা কোন সাধারন অনুষ্ঠান নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ত্রিশলক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা। অনুষ্ঠানের সভাপতিত্ব শাওন পান্থ তাঁর বক্তব্যে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদার সাথে করতে পারবো বলে আমরা দৃঢ় আশাবাদী।

দুই দেশের শিল্পীদের আবৃতি, গান এবং স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম