ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পূবালী ব্যাংক লিমিটেড এর ৯৯ তম উপশাখার শুভ উদ্বোধন হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গী শহরে টি হোসেন মার্কেটের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধনী আলোচনা সভার মাধ্যমে ফিতাকেটে শাখাটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, পূবালী ব্যাংক রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুর রহমান, ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আরিফ মাহমুদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপশাখার ব্যবস্থাপক আবু তাহের হাবীব, ভবন মালিক ডা.তোফাজ্জল হোসেন প্রমুখ। ওই সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীগণ।