1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ভারত সর্ম্পককে সুদৃঢ় করতে রেল এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্দ্যোগে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিনাজুরী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ডিবি হারুনের সাথে সখ্যতা’ অপবাদ দিয়ে আ.লীগ সমর্থকের বাড়ি দখল করেছে যুবদল নেতা সন্দ্বীপের মারুপ আন্দোলন থেকে প্রাণে বেঁচে ফিরলেও সামনে দেখছে অন্ধকার! মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  দৈনিক মুক্ত খবর ও শ্যামল বাংলায় নিউজ প্রকাশের পর ভুমি অফিসের এসিল্যান্ডসহ ৪ জনের বদলি তিতাসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান গোদাগাড়ীতে দারুস সুন্নাহ মাদরাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডাকাতি ! ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিট ও হামলার ঘটনায় আরও একটি মামলা

বাংলাদেশ ভারত সর্ম্পককে সুদৃঢ় করতে রেল এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্দ্যোগে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০১ বার

বাংলাদেশ ভারত সর্ম্পককে আরো সুদৃঢ় করতে রেল এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্দ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগষ্ট বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৫ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রাক্কালে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির দীর্ঘদিনের দাবি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এসময় সংবাদ সম্মেলনে করিডোর কমিটির আহবায়ক ড. নব কুমার দাস(ভারত) বলেন, রেল এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে এই কমিটি দুই দেশের সম্পর্ক নিবিড় করতে এবং বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এই করিডোর হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, কৃষি, শিল্প,সাংস্কৃতিক ও পর্যটনের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।

এসময় তিনি আরো বলেন, এই কমিটি ২০১২ সাল থেকে করিডোরের দাবি নিয়ে দুই দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই ২০২০ সালে ১৭ই ডিসেম্বরে ভারত সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দিল্লীতে এই বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ মধ্যবর্তী সময়ে ভার্চুয়ালী বৈঠক করেন। বৈঠকগুলোতে করিডোর সংক্রান্ত বিস্তারিত রির্পোট তুলে ধরে আলোচনা করা হয়।
তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের শীর্ষ এই বৈঠকে বিষয়টি উপস্থাপন হলে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা সম্ভব হবে এবং জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা যাবে। এজন্য গত ২৯ আগষ্ট আমাদের কমিটির এক প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ৩০ আগষ্ট রেলপথ মন্ত্রী নুরম্নল ইসলাম সুজনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় আমাদের সার্বিকভাবে সহযোগীতা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আমরা এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগাযোগ মন্ত্রী নিতিন গডকরি এবং রেলবোর্ডের চেয়ারম্যান ভিকে ত্রিপাটিকেও স্মারকলিপি দিয়েছি।

আগামী ৫ই সেপ্টেম্বর দিলস্নীতে ভারত ও বাংলাদেশের দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ভারতের বালুরঘাট হিলি ভায়া বাংলাদেশ ও আসামের মেঘালয় তুরা পর্যন্ত রেলওয়ে ও সড়ক নির্মাণের পদক্ষেপ গ্রহন করতে দাবি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোর।

এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন করিডোর কমিটির সদস্য বঙ্গরত্ন অমুল্য বিশ্বাস(ভারত),রম্নপক দত্ত(ভারত) দিনাজপুর প্রেসক্লারের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক জাহিদুল ইসলাম ও দিনাজপুর হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়়ারম্যান শাহিনুর রেজা শাহীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম