চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (২৩) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ছড়াহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে থানা পুলিশের একটি দল। সে বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডিগ্রী পাড়ার মৃত রৌশনুজ্জামানের ছেলে।
শিশুটির মা অভিযোগ সূত্রে জানান, আমার মেয়ে ছদাহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। মাদ্রাসার ছুটির পর ওই মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তো। আমার মেয়ে বুধবার (২৪ আগস্ট) মাদ্রাসা ছুটির পর বাড়িতে এসে দুপুরের খাবারের পর প্রাইভেট পড়ার জন্য আবার মাদ্রাসায় যায়। তখন শিক্ষক নুরুল ইসলাম অন্যান্য ছেলে-মেয়েদের সাথে আমার মেয়েকেও শ্রেণিকক্ষে পড়ানো শুরু করে। কিছুক্ষণ পর শিক্ষক নুরুল ইসলাম তার শয়নকক্ষে ঝাড়ু দেয়ার কথা বলে আমার মেয়েকে সেখানে নিয়ে যায়। এক পর্যায়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ধর্ষণের ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে মারধরের হুমকি দেয়। আমি বাবার বাড়িতে থাকায় ঘটনার দিন এ বিষয়ে কিছু জানতে পারিনি। পরের দিন ফিরে আসার পর সে আমাকে বিষয়টি জানায়। তখন আমার মেয়ের রক্তমাখা কাপড় নিয়ে আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. হাসানের কাছে গিয়ে বিস্তারিত জানাই। তারা বিষয়টি নিয়ে আপোষ-মিমাংসার কথা বললেও প্রকৃতপক্ষে কোনো বিচার পাইনি। পরে আমি ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মাদ্রাসায় পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হওয়ার পর রবিবার দুপুরে পুলিশ ধর্ষক শিক্ষক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ধর্ষককে সোমবার (২৯ আগস্ট) আদালতে হাজির করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।