1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবরোধের সমর্থনে ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এর সামনে সাবেক ছাত্র নেতৃবৃন্দের মিছিল শ্রীপুরে সাংবাদিকের উপর হামলা | ‘২৮ অক্টোবর শাপলা চত্ত্বরে মহা-সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র – মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শ্রীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি

শ্রীপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত।

শ্রীপুন( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৭ বার

রবিবার(২১ আগস্ট) গাজীপুরের শ্রীপুরে১৫ ই আগষ্ট জাতিয় শোক দিবস ও ২১ শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে শ্রীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে মাওনা চৌরাস্তা দারগারচালা প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আঃলীগের সভাপতি আলহাজ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লার পরিচালনায় আলোচনা,দোয়া ও গনভোজে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও গাজীপুর-৩ আসনের এমপি মোঃ ইকবাল হোসেন সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগষ্ট ও ২০০৪ সালের ২১ আগষ্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এদের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা হত্যা, গণতন্ত্র হত্যা করা। ১৬ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিকেরও বেশি লোকজন। আহতদের অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

ইকবার হোসেন সবুজ আরো বলেন, সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই হামলার পেছনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার প্রত্যক্ষ মদদ রয়েছে। তার হাওয়া ভবন থেকেই এই হামলার পরিকল্পনা করা হয়। সৌভাগ্যবশতঃ সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। আমরা ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি করছি।

বিশেষ অতিথি ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ মোঃ এডঃ সামছুল আলম প্রধান।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির হিমু,সাধারণ সম্পাদক এডঃ হারুন অর রশিদ( ফরিদ), ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মিবৃন্দ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সামছুল আলম বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। মৌলবাদ অশুভ শক্তি সবসময় আমাদের উন্নয়নকে পেছনে ফেলেছে। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম