1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী হারিয়ে যাচ্ছে বিভিন্ন বিল। বিলুপ্তির পথে মিঠা পানির মাছ। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

রাজবাড়ী হারিয়ে যাচ্ছে বিভিন্ন বিল। বিলুপ্তির পথে মিঠা পানির মাছ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৪৮ বার

এক সময় রাজবাড়ী বিলে প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ পাওয়া যেত। এখন আর সেই বিলও নেই, মাছও নেই। চারিদিকে বাঁধ ও বিলগুলো ভরাট ও সংকুচিত হয়ে গেছে।সংস্কারকাজ না করায় অধিকাংশ বিল ভরাট হয়ে গেছে।গ্রামের মানুষ পলো জাল,হাত দিয়ে বিলে উৎসব পরিবেশে মাছ ধরতো। খোঁজ নিয়ে দেখা হেছে গেছে, কৃষি ও চাষাবাদ ব্যবস্থায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে উজাড় হয়ে যাচ্ছে দেশি প্রজাতির কৈ, মাগুর, শিং, পাবদা, টেংরা, পুঁটি, ডারকা, মলা, ঢেলা, চেলা, শাল চোপরা, শৌল, বোয়াল, আইড়, ভ্যাদা, বুড়াল, বাইম, খলিসা, ফলি, চিংড়ি, মালান্দা, খরকাটি, গজার, শবেদা, চেং, টাকি, চিতল, গতা, পোয়া, বালিয়া, উপর চকুয়া, কাকিলাসহ নানান প্রজাতির মিঠা পানির মাছ। গ্রামে একসময় পৌষ-মাঘ মাসে পুকুর, খাল, ডোবা, ঘেরের পানি কমতে থাকলে দেশি মাছ ধরার ধুম পড়তো। অথচ এখন অনেক গ্রামেই দেশি প্রজাতির মাছ নেই বললেই চলে। শীতকালের বাইরে বর্ষাকালে ধানের জমিতে কইয়া জাল, বড়শি ও চাই পেতে মাছ ধরার রীতিও হারিয়ে গেছে অনেক এলাকা থেকে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে টি বিল রয়েছে।

রাজবাড়ী প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় এক সময় রাজবাড়ী বুড়োর বিল,রাধাকান্তবিল,কানার বিল, মজুমদার বিল, কাদাই বিল, কালিয়া হরিপুর বিল, চত্রার বিল, কৌজুড়ি বিল, মোনাইবিল কানাইবিল, লক্ষ্মীবিল। সিংড়া বিল,গজারিয়া বিল, চিতরে বিল,মালাশিয়া বিল সহ শ খানেক বিল ছিল।এখন তাদের খুজেঁ পাওয়া কঠিন।চাষ করে এক কেজি একটা মাছ তৈরি করতে কৃষকের একশত টাকার বেশী খরচ পড়ে যায়।অথচ এ সব বিলে প্রাকৃতিক ভাবেই অনেক মাছ হতো।প্রাকৃতিক মাছে কোন স্বাস্থ্য ঝুকি ছিল না।আর এখন চাষ করা মাছে নানান রোগ ব্যাধি ছড়াচ্ছে।
বারেক গ্রামের আবু সাইদ (৭৫) জানান, আগের দিনে বিল-নদী-খালে আশ্বিন-কার্তিক মাসে যে পরিমাণ মাছ পাওয়া যেত তা এখনকার মানুষ শুনলে বিশ্বাস করেন না। বেথুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৭২) জানান, আষাঢ় মাসে খালবিলে পানিতে ভরে যেত। আর সেখান থেকে বড় বড় বোয়াল আমন ধান খেতের মধ্যেই চলে আসত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net