1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সফলদের অনুসরণ করুন, গোলামী নয়! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
Datempire Review: Your Ultimate Guide to Online Internet Dating শীলকূপে মরহুম আহমদ খলিল মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে গণ ইফতার সোনারগাঁয়ে সশস্ত্র হামলায় পণ্ড ইফতার মাহফিল কক্সবাজারে কুবিয়ানদের ইফতার অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলার ৫ ইউপিতে মনোনয়ন জমা দিয়েছেন ৩৮৪ জন প্রার্থী চৌদ্দগ্রামে সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপির প্রাথমিক সদস্য পদ পেলেন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস এম.এ মতিন খান ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাদলা ভাইরাস রোগে মরছে গরু, দুশ্চিন্তায় গ্রামের মানুষ । অবৈধ ভাবে দখলে চট্টগ্রাম বাংলা বাজার এপিসি রেলীঘাট-রাজস্ব হারাছে সরকার ঐতিহাসিক বদর দিবসে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সফলদের অনুসরণ করুন, গোলামী নয়!

শ্যামল বাংলা ডেক্স
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ বার

আপনি আপনার মতো করে নতুন কিছু করতে চান? তাহলে আজই শুরু করুন। শুরুটাই হোক স্বাধিনভাবে। আপনার শুরুটা দেখে লোকে অনেক কিছু বলবে। হতাশার আঙ্গুলি তুলে আপনাকে যাত্রাপথে গতিরোধ করবে। হা-হা-হা বলে উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে আপনার সব স্বপ্নকে। আর এতেই ঘুড়ে দাড়াবার মানসিকতা লালন করুন। দেখবেন গন্তব্যে পৌছে গেছেন।

পাছে লোকে কিছু বলবে? সেটাই কী লজ্জা? হ, পাছে লোক মানে বাজে লোক! এরা সমাজের অমঙ্গল সূচক একশ্রেণির প্রানী। তবে পাছে লোকে অনেক কিছুই বলতে জানে কিন্তু আপনার/আমার সমস্যার সমাধান সে দিবেনা। সে কেবল স্বপ্ন ভঙ্গের কারিগর! চুরি, ডাকাতি, মাস্তানি, খুন-রাহাজানি, অহিতকর কাজ ছাড়া মানব কল্যাণে, নিজের প্রয়োজনে যতো ছোট কাজই হোক সব কাজকেই সাদরে গ্রহণ করুন। কাজকে ভালবাসুন। কাজ আপনাকে সম্মানিত করবে। তবে, ওই পাছে লোকের পিছুটানকে লাথি মেরে এগিয়ে যেতে হবে।

বড় বড়, মিয়া মিয়া, সাহেব সাহেব ভাব ছাড়ুন! কাকে আপনি বড় বড়, মিয়া মিয়া সাহেব ভাবেন? যে কিনা নিজেকে অহমিকার চাঁদরে ঢেকে রাখে তাকে দ্রুত নমস্কার জানিয়ে বিদায় দেন। পৃথিবীর সেরা বড় বড়, মিয়া সাহেবেরা কিন্তু উদার মনের ছিলেন। পরার্থে নিজেকে বিলিয়ে দিয়েছেন তারা। তারা নিজেদের ভোগের জন্য লোভাতুর জীবনযাপন করেন নি। তাই জীবনকে বদলে দিতে হলে ত্যাগের মানসিকতা থাকতে হবে। নিজেকে ভালবাসুন সাদামাটা করে। সাধারণভাবে নিজেকে উপস্থাপন করুন। এতেই নিজের মানবীয় গুণ আপনার আপনাকে বড় করে তুলবে।

যাদেরকে এড়িয়ে চলবেন, অবশ্যই এড়িয়ে চলবেন! পদলোভী, ক্ষমতা লোভী, স্বার্থপর, চাটুকার, পদলেহী স্বভাবের জি হুজুর ভাব, পা-চাঁটা মনের স্বভাব, কু-মতলব ও কুরুচিসম্পন্ন স্বভাবের লোকদের সঙ্গ ছাড়ুন। দ্রুত এবং দ্রুতই এদের এড়িয়ে চলুন। এদের বেশীরভাগ চাকচিক্যময়, হঠাৎ করে সব করে আবার হঠাৎ করে চিৎ হয়ে পড়ে! উদহারণ প্রকৃতিতে অহরহ। শিক্ষা নিন কতো মোড়লের মোড়লগিরি উঠন্তিতেই শেষ হয়েছে কেবল ব্যক্তিত্বহীনতার কারণে। এরা জীবন্ত মেরুদন্ডহীন একটা জাত। এদের এড়িয়ে চলুন সর্বতোভাবে।

নিজেকে অন্যের উপর ছেড়ে দিবেন না, মনে রাখবেন ‘ব্যক্তিত্ব’ বলে একটা শব্দ আছে! নিজের হেরে যাওয়া, উঠে আসা সবকিছুতেই নিজের দখলে নিবেন। অন্যজন আপনার পরিবর্তন এনে দিতে পারেনা। নিজেই নিজের পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তারা, যারা সফল হয়েছেন। ভেঙ্গে পড়বেন না, হাল ছাড়বেন না, অন্যজনের ঘাঁড়ে নিজের সফলতা নাই! অনুসরন করুন কিন্তু গোলামী নয়। গোলামী মানুষের ব্যক্তিত্বকে শেষ করে দেয়। ব্যক্তিত্ব বড় সম্পদ। এর সুনাম অমূল্য। ব্যক্তিত্ব কোন মতেই বিসর্জন দিবেন না। ব্যক্তিত্বহীন মানুষ নিজের জন্যই অপায়া।

সমাজে সম্মানিত হওয়ার দু’টো চিত্র, আপনি তা নির্ণয় করেন? সম্মানের একটি পর্যায় আমরা সহজে অতিক্রম করতে পারিনা, কারণও আছে। কেউ স্বেচ্ছায়, স্বপ্রণোদিত হয়ে আপনাকে সামান্য মাল্যদান করলে সেটাই বড় সম্মান, নোবেল প্রাপ্তির মতোই। কিছু কিছু সম্মান বিজনেস প্লানিং যা- আচার্য্য হবেন! সেটা হলো- অদৃশ্যে নিজের টাকায় নিজে সম্মান গ্রহণ। সব স্টেইজের, আয়োজনের সবকিছুই আপনার গড়া, শুধু পলিসিটা ভিন্ন। কৌশলে সম্মানিত হলেন, ছবি তুললেন এটাই হলো আইয়োয়াশ! এজাতীয় সম্মান আমাদের রাজনীতির মাঠেই বেশী। নিজের আয়োজনে নিজেই কর্তা। সম্মান অর্জন করুন মানুষের অকৃত্রিম ভালোবাসা প্রপ্তির মধ্য দিয়ে। যা পেতে অনেক অনেক সাধনা দরকার। গুনীদের অনুসরণ দরকার, ভালোমানুষি দরকার। ত্যাগী মনন দরকার। এ জাতীয় চরিত্রের কাছে সবাই পূঁজো দেয় প্রাণবন্ত হয়ে। ভালবাসার মানুষ হোন, ভালবাসায় সিক্ত হবেন। সাধারণের নিজেকে মিলিয়ে নিন, বিলিয়ে দিন।

মনে রাখবেন- ভালো একজন বন্ধু, সুন্দর একটি চরিত্র, ভালো একটা মন, ত্যাগি একটা মানসিকতা, সুন্দর ও অমায়িক ব্যবহার আপনার-আমার জীবনকে বদলে দিবে। তবে, থাকতে হবে বিশ্বস্ততা, সাধুতা, সত্যবাদিতা, অহংবোধ বিসর্জন করার সুন্দর মানসিকতা। তাহলে বেঁচে থাকবেন মানুষের অন্তরে, মানুষের পাড়ায় মানুষের মতো মানুষ হয়ে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান, নিজেকে স্বাধিন ভাবুন। নিজেকে অনুভব করুন।

লেখক-
শিক্ষক ও গণমাধ্যমকর্মী
শিব্বির আহমদ রানা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম