1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কে এই মাদক সম্রাট মিজান লবন ব্যবসায়ী থেকে কোটিপতি শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার পরিত্যক্ত ঘরে আগুন দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে রাউজান ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনসাধারণ সঙ্গে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের চারজন আহত, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে কয়েকটি গ্রামে নেমে গেছে পানিরস্তর, নলকূপে মিলছে না পযাপ্ত পানি চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজান আটক ঠাকুরগাঁওয়ে হাতপাখা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে ! চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ ঠাকুরগাঁওয়ের পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ বার

কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হামলায় ওই সাংবাদিকের শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। তাঁর শরীরে ৩৩ টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। হামলার শিকার শহীদুল ইসলাম মিঠু (৪২) কুষ্টিয়ার স্থানীয় দৈনিক বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত সময়ের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক শহীদুল ইসলাম মিঠুকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক মিঠু জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে তার নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানটি নিয়ে চালকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিশংকরপুর এলাকায় সাইড দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রানা নামের একজনের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রানা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওযার হুমকি দেয়। এ সময় তিনি ভ্যানটি নিয়ে দবির মোল্লা রেলগেট এলাকায় পৌঁছালে রানা ও তার সহযোগীরা ভ্যানটির গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে মিঠু ভ্যানটি ঘুরিয়ে নিশান মোড় এলাকায় এসে পৌছালে রানা ও তার সহযোগীরা নিশান মোড় এলাকায় পৌছে মিঠুর উপর চড়াও হয় এবং তাঁর শরীরের পিঠসহ বিভিন্ন স্থানে ক্ষুরাঘাত করেন। টের পেয়ে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। হামলার বিষয়ে দৈনিক সময়ের কাগজ’র
ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা এক বিবৃতিতে সাংবাদিক মিঠুর উপর এই হামলাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, হামলাকারীকে সনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম