চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১’শ লিটার মদসহ ২
জনকে আটক করে। গতকাল ১১ জানুয়ারি ভোর রাতে থানা পুলিশ বরমা ধামাইর
হাট সংলগ্ন বরমা কলেজের সামনে ১’শ লিটার মদসহ সাতকানিয়ার
বাজালিয়ার বাদল রুদ্র’র ছেলে পিন্টু রুদ্র (২৪), পুরানগড়ের মৃত নুরুল হকের
ছেলে মো. রায়হান (২২) কে আটক করে। কেরানীহাট এলাকার মো. রানা (২৪) এ
সময় পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করে আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করেছেন বলে
জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।