1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে শিক্ষা বৃত্তি প্রদান ও কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় সেনা অভিযানে অস্থসহ একজন আটক! ঠাকুরগাঁওয়ে ৩০০ উদ্যোক্তার মাঝে চেক বিতরণ শেরপুরে কৃষি জমিতে সেচ পাম্পের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে আরএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে কানাই খাল খননে উপকৃত হবে সহস্রাধিক কৃষক ইটভাটায় কয়লা রাখা হলেও পোড়ানো হচ্ছে বনের কাঠ  মাগুরায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে পুরো বাংলাদেশ চোরমুক্ত হবে”- চরমোনাই পীর ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল সহ আটক সোহেল, পরিবারের দাবি ষড়যন্ত্র Cartup.com – ১২ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন ইকমার্স

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে শিক্ষা বৃত্তি প্রদান ও কম্বল বিতরণ

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭৫ বার

মাগুরার শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “৮৭ ফাউন্ডেশন” এর ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২১ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৮৭ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালী অংশ গ্রহন করেন ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা কানাডা প্রবাসী ডাঃ মুধা সাইফুল ইসলাম রন্জু।

৮৭ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোল্লা আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও ৮৭ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মৃত্যঞ্জয় কুৃমার ঘোষ।

এ সময় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ডা. মৃধা সাইফুল ইসলাম রন্জু সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল হক মিয়া।
ভার্চুয়ালী যুক্ত ছিলেন ইন্জিনিয়ার মোঃ নবাব আলীসহ অন্যরা।
বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী এম রেজাউল করিম রেজা, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লা, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের লোহানী, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনন্ত কুমার বিশ্বাস, এ জেড উবাইদুল্লাহ, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী অনিক বিশ্বাস ও সাথী আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মোঃ হাবিবুর রহমান, বরিশাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূরউদ্দিন মৃধাসহ আরো অনেকে।

বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সালের জন্য শেখ মোঃ মঈদুল ইসলামকে সভাপতি ও মোহাম্মাদ আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

৮৭ ফাউন্ডেশনের উপদেষ্টা এম রেজাউল করিম রেজা জানান, ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা ও ১টি কলেজসহ মোট ৭ টি প্রতিষ্ঠানের ৩৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ১জন শিক্ষার্থীকে প্রতি মাসে ১হাজার টাকা ও ১জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে প্রতিমাসে ৩ হাজার টাকা প্রদান করা হয়। এবছর আজ পর্যন্ত দেড়শো শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাকালীন সময়ে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে অক্সিজেন সেবা প্রদান করা হয়। যা এখন পর্যন্ত এ সেবা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম