বাঁশখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ আবিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের ছিবাহী পুকুর পাড় এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত শিশু আবিদ ওই এলাকার মু. সাহাব উদ্দিনের পুত্র।
নিহত শিশুর মামা মু. আব্দুল্লাহ্ জানান, শিশু আবিদ দুপুরে তার বাবার সাথে বের হয়। একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ীর পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির পর স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় পেলে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়।
চাম্বল ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটি নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন।