1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩ মাস পরেও শিক্ষার্থীদের ট্যুরের টাকার হিসেব দেননি সদস্য সচিব চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৪ উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি উপজেলা নির্বাচন: বাঁশখালীতে তিন পদে ১৪ জনের মনোনয়ন দাখিল ঢাকা সাব- এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ৫৫/এ সিদ্দিক ম্যানশন, ৫ম তলা, পুরানা পল্টন, ঢাকা-১০০০ বিশাল বহর নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন আক্তার হোসাইন মাগুরা সদরে রানা আমীর ওসমান শ্রীপুরে শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত তিতাসে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন ইরানে মাছ বৃষ্টি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম!

শ্রীপুরে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)থেকেঃফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)থেকেঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৭২ বার
  • মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্মার্ট বাংলাদেশের যে রুপকল্প দিয়েছেন সেখানে আমাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সে জায়গা থেকেই শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা চালিয়ে যেতে হবে। উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বিজ্ঞান চর্চা ও গবেষণায় জোর দিতে হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ আহবান জানান

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছিলেন সেখানে বিজ্ঞান চর্চা ও তথ্যপ্রযুক্তির উপর জোর দিয়েছিলেন। এ কাজগুলোই শিক্ষার্থীদের প্রতিটি দেশের সাথে সংপৃক্ততা তৈরি করে, সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। সারা বিশ্ব এখন সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথ এ বিষয়গুলোর উপর জোর দিচ্ছে। এ বিষয়গুলোর মধ্যে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এটা ব্রেনের চর্চা বাড়ায়, এটাই আমাদের ভিক্তি তৈরি করে। এটা ধরে এগিয়ে ধাপে ধাপে বিজ্ঞান ও গবেষণা দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সরকারের চাওয়াটা হচ্ছে সামনে যে আমাদের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে এর জন্য নিজেদের প্রস্তত করা। এর জন্যেই মূলত বিজ্ঞান চর্চা ও গবেষণা করতে হবে। যে যে জায়গা থেকে পড়ুক না কেন আমাদের এ ধরনের চর্চা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এর জন্যই এমন ধরনের অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশনা দিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে হবে। এই ইতিহাসের শিক্ষাটাও কিন্তু আমাদের সরকার শিক্ষার্থীদের দিয়ে যাচ্ছে। কেননা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন জাতীকে সঠিক পথের দিশা দেয়, সঠিক ইতিহাসেরও শিক্ষা দেয়।
শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপর জোড় দিবেন, কোথায় কি সমস্যা হচ্ছে এগুলো দেখতে হবে। বিজ্ঞানের উপর যদি জোড় দিতে না পারি তাহলে শিক্ষার্থীদের পথ চলতে সমস্যা হবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ শিক্ষার্থীরা নানাভাবে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে থাকে। যে ওয়েবসাইটগুলো হতে তারা শিখতে পারবে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা নাসরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম প্রধান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম