1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এখনো প্রত্যন্ত চর অঞ্চলে মহিষের পাল ছাড়িয়ে রাঁখাল ওকি গাড়িয়াল ভাই এর গানের সুর তুলেন তার বাঁশিতে!!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মহানবী (সাঃ)কে নিয়ে কুটুক্তি করায় দুটি বাড়িতে আগুন! সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon

এখনো প্রত্যন্ত চর অঞ্চলে মহিষের পাল ছাড়িয়ে রাঁখাল ওকি গাড়িয়াল ভাই এর গানের সুর তুলেন তার বাঁশিতে!!!

বৃহত্তর রংপুর অঞ্চলে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মহিষের গাড়ি ……………………………………….

লাভলু শেখ লালমনিরহাট।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৬৪ বার
Exif_JPEG_420

লাভলু শেখ স্টাফ

রিপোর্টার লালমনিরহাট থেকে।।

বৃহত্তর রংপুর অঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুর অঞ্চলের জনপ্রিয় এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল গ্রাম- বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী গরুর গাড়ির পাশা-পাশি মহিষের গাড়ি আজ তা বিলুপ্তির পথে। নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়। পক্ষান্তরে হারিয়ে যাচ্ছে অতীতের ওই সব চির -চেনা ঐতিহ্য।
জানা গেছে, মহিষ এর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। খ্রিষ্টজন্মের ১৫ থেকে ১৬শত বছর আগে সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ি ও মহিষ এর গাড়িতে চলাচল প্রচলন ছিল। যা সেখান থেকে ক্রমে ক্রমে তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। গ্রাম বাংলায় এ ঐতিহ্য আজ তা বিলুপ্তির পথে। কুড়িগ্রামের চিলমারীর বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী মরহুম আব্বাস উদ্দিন গরুর ও মহিষ এর গাড়ির ঐতিহ্য কে ধরে রাখতে তিনি,, ওকি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে,,। এগান টি তিনি গেয়ে অনেক সুনাম অজন করেছেন।
এক সময় বাংলাদেশের উত্তরাঞ্চলের পল্লী এলাকার জনপ্রিয় বাহন ছিল মহিষ এর গাড়ি। বিশেষ করে ওই রংপুর জনপদে কৃষি ফসল ও মানুষ পরিবহনের জনপ্রিয় বাহন ছিল ওই গাড়ি। যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে ওই সব বাহন। এখন শুধু স্মৃতি!
মাঝে মধ্যে প্রত্যন্ত এলাকায় দু-একটি মহিষ এর গাড়ি চোঁখে পড়লেও শহরাঞ্চলে একেবারেই দেখা যায় না। সে কারণে শহরের ছেলে-মেয়েরা তো দূরের কথা। বর্তমানে গ্রামের ছেলে-মেয়েরাও এ বাহনের গাড়ি শব্দটির সঙ্গে পরিচিত নয়।
প্রায় ২ যুগ আগেও মহিষের গাড়িতে চড়ে বর-বধূ যেত। মহিষ ও গরুর গাড়ি ছাড়া বিয়ের কল্পনাও করা যেত না। বিয়ে বাড়ি বা মালামাল পরিবহনে এসব বাহন ছিল একমাত্র পরিবহন। মহিষের গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল। সেই চালককে উদ্দেশ্য করে রচিত হয়েছে ২ টি গান‘ ‘আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিয়া ন্যাং মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল’ এ রকম যুগান্তকারী সেই সব ভাওয়াইয়া গান।
তবে বর্তমানে নানা ধরনের মোটরযানের কারণে অপেক্ষাকৃত ধীর গতির ওই যানটির ব্যবহার অনেক কমে গেছে। তাই এখন আর তেমন চোখে পড়ে না। এখন মানুষ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় মালামাল বহনের জন্য ট্রাক, পাওয়ার টিলার, লরি, অটোরিকশা, নসিমন-করিমনসহ বিভিন্ন মালগাড়ি ব্যবহার করছে। মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটর গাড়ি, রেল গাড়ি, অটোরিকশা, ইজিবাইক, রিক্সা, ভ্যানসহ বিভিন্ন যান- বাহন।
ফলে গ্রামাঞ্চলেও আর চোখে পড়ে না মহিষের গাড়ি। অথচ মহিষের গাড়ির একটি সুবিধা হলো, এতে কোনো জ্বালানি লাগে না। ফলে ধোঁয়া হয় না। পরিবেশের কোনো ক্ষতিও করে না। এটি পরিবেশ বান্ধব একটি যানবাহন। আবার ধীর গতির কারণে এতে তেমন কোনো দুর্ঘটনারও আশংকা থাকে না। অথচ যুগের পরিবর্তনে আমাদের জনপ্রিয় ওই বাহন প্রচলন আজ হারিয়ে যাচ্ছে কালের অতল গর্ভে। লালমনিরহাটের
সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিজু জানান, আমাদের অতিত ঐতিহ্যের অংশ মহিষের গাড়ি। যা আজ বিলুপ্তির পথে। এ ঐতিহ্য কিছুটা গ্রামাঞ্চলের মানুষ ধরে রেখেছে। তিনি জানান, ঐতিহ্যকে ধরে রাখতে তিনি নিজেও মহিষ পালন করছেন। সম্প্রতি লালমনিরহাটের কালীগন্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমাড়ীর প্রত্যন্ত চর অঞ্চলে সরেজমিনে গেলে বিলুপ্ত প্রায় মহিষের গাড়ি দেখতে পাওয়া যায়। চরে মানুষ ও বিভিন্ন মালামাল এখনো বহন করে চলছেন। গাড়িয়াল মোঃ রেজাউল ইসলাম জানান, চরের বুকে মহিষের গাড়ি একমাএ বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কুড়িগ্রাম জেলাসহ বৃহত্তর রংপুর অঞ্চলের ৮ জেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যন্ত চর অঞ্চল গুলোতে এখনো মহিষের গাড়ী, গরুর গাড়ী, মহিষের পাল, গরুর পাল,ভেড়া ও ছাগলের পাল নিয়ে। রাঁখাল বাঁশি নিয়ে পাল ছাড়িয়ে। মনের সুখে ওকিগাড়িয়াল ভাই এর জনপ্রিয় ভাওয়াইয়া গান বাঁশির সুরে গাইছেন। তবে রাঁখালের বাঁশির সুরে প্রান জুড়িয়ে যায়। রাঁখাল বাদশা মিয়া এ প্রতিবেদক কে জানান, এখনো তিনি পান্তা ভাত খেয়ে মহিষের পাল নিয়ে প্রত্যন্ত চরে গিয়ে পাল ছাড়িয়ে তার বাঁশিতে সুর তুলেন। ওকি গাড়িয়াল ভাই ” হাকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম