1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সদর উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক সোনারগাঁয়ে এনসিপির যুবসংগঠনের নেতাদের হত্যার হুমকি: থানায় জিডি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু প্রতিবেশি কর্তৃক পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশের বৃত্তি সম্পন্ন  মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩

সদর উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২২৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটারগণ। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস কর্তৃক উল্লেখিত ৯ জন প্রার্থীর মনোনোয়ন বৈধতা পায়।
প্রতীক বরাদ্দের পরপরই সদর উপজেলার বিভিন্ন এলাকায় উল্লেখিত প্রার্থীদের জমজমাট প্রচারনা চলছে। প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে গিয়ে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট চওয়ার আহবান চোখে পরার মত। প্রার্থীগণ ভোটারদের সাথে প্রতিনিয়ত শুরু করেছেন যোগাযোগ। বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহন করছেন তারা। ব্যানার, ফেসটুনে ছেয়ে গেছে পৌরসভার বিভিন্ন এলাকা। একই সাথে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ সর্বত্রই পোষ্টার ও ব্যানার-ফেসটুনে ছেয়ে গেছে।
ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস), সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সাবেক জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আ’লীগের সহ সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া) এবং সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন (কাপ পিরিচ) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ (টিউবওয়েল), সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা (উড়োজাহাজ) ও রুহিয়া ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম (চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা (কলস) ও সংরক্ষিত আসেনর সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালার পুত্রবধু প্রিয়া আগারওয়ালা (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সবকিছু মিলিয়ে বর্তমানে সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট অবস্থা বিরাজ করছে। সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রার্থীদের পক্ষ থেকে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট চাওয়া হলেও তারা তাদের পছন্দমত, যোগ্য ও তাদের বিপদে-আপদে পাশে থাকা প্রার্থীদের ভোট প্রদান করবেন। ২/৩ দিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা জানায়, এবার নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বি-মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন তারা। তবে ভোট গ্রহনের পর পরই বোঝা যাবে কে হবেন বিজয়ী, সে কারনে অপেক্ষ করতে হবে আরও কয়েকটি দিন। আর এ বারে কারা আসছেন সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নেতৃত্বে সেদিকেই তাকিয়ে আছে সদর উপজেলা সহ দেশবাসী। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫২৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৬ জন। আগামী ২১ মে এ উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net