মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পেয়ারা, আম, লেবুসহ
বিভিন্ন প্রজাতির চার হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১০জুলাই) বিকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট স্কুল এন্ড কলেজ মাঠে আস সুন্নাহ ফাউন্ডেশন এসব চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ফাউন্ডেশনটির ঢাকা অফিসের আব্দুলাহ আল মামুন রংপুর অঞ্চল পরিচালক শাহীুনুর আলম শাহীন, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান ও হাজারিহাট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লানচু হাসান চৌধুরী, হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী প্রমূখ।