শাহাদাত হোসেন. রাউজান প্রতিনিধি:
রাউজান থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতাকর্মীরা।রবিবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছিলেন রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন জীবন, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মইনুদ্দিন বিপুল, রাউজান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহেদ, হলদিয়া ইউনিয়ন সাবেক ছাত্রদলের নেতা মোহাম্মদ ওসমান গনি রুবেল, মনছুর আলম ও ছাত্রনেতা মোঃ হুমায়ুন জহির প্রমুখ। উল্লেখ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি রাউজান থানায় যোগদান করেন। তাকে রাউজান থানার পুলিশ সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। রাউজান থানার যোগদানের আগ পর্যন্ত পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান চাঁদপুর জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্বরত ছিলেন। রাউজান থানার নবাগত ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ‘আমি আগে চাঁদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ছিলাম। সেখান থেকে আমাকে রাউজান থানায় পদায়ন করা হয়েছে। রাউজানের আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।