1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলাম গাজীপুর জেলা শাখার মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলাম গাজীপুর জেলা শাখার মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গত ২৩ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা ১১টায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা রাজেন্দ্রপুরস্হ নিরিবিলি হোটেলে ভি আই পি হলরুমে অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা জামায়াতে ইসলামী আমীর ও মজরিসে শুরা সদস্য ড.মোঃজাহাঙ্গীর আলমের সভাপতিত্ব জনাকীর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

মতবিনিময় সভায় জামায়াতে
ইসলামীর নেতৃবৃন্দরা কোরআন-সুন্নাহর আলোকে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্হা কায়েম করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।জামায়াতে ইসলাম জানে বিগত দেড়যুগ সাংবাদিকরা ফ্যাসিস সরকারের দ্বারা সব’চে বেশি নির্যাতনের স্বীকার হতে হয়েছে।সাংবাদিক দমন-পীড়নে কালো আইন করা হয়।সভায় জামায়াতের নেতারা সাংবাদিকদের সুরক্ষা দিতে জামায়াতে ইসলাম কাজ করার প্রতিশ্রুতি দেন।সাংবাদিক সমাজকে সাথে নিয়ে জামায়াতে ইসলাম আগামীর বাংলাদেশ গড়তে চাই।আগামীতে ইসলামী মুল্যবোধে বিশ্বাসী এমন একটি সরকার গঠন করতে আপনাদের(সাংবাদিক) পরামর্শ অব্যাহত রাখবেন।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত করেন জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আমীর মাওঃনুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর ড.জাহাঙ্গীর আলম।
গাজীপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মো. মোবারক হোসেন, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শেফাউল হক, সিনিয়র নায়েবে আামীর আবদুল হাকিম, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সফিউদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির আবুল হাসেম খান, কালীগঞ্জ উপজেলা আমির মাহমুদুল হাসান,শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম,শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির।

সাংবাদিক হত্যা,নির্যাতন,মিথ্যা মামলায় জড়ানোসহ আগামীতে সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং মুক্তচিন্তার ব্যাপক সম্ভবনা সৃষ্টিতে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয়,জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের পক্ষ হতে বক্তব্য দেন-গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামসুল হুদা লিটন,ফোরামের জেলা সেক্রেটারি নয়াদিগন্ত পত্রিকার শ্রীপুর উপজেলার প্রতিনিধি আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খাঁন, গাজীপুর সদর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম ফরিদ, বাংলাভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক, সাংবাদিক নেতা দেলোয়ার হোসেন,হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net