1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে জামায়াতের আলোচনা সভায় বক্তারা- আলাদা ট্রাইব্যুনালে লগি বৈঠা তান্ডবের খুনীদের বিচার হবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

ঈদগাঁওতে জামায়াতের আলোচনা সভায় বক্তারা— আলাদা ট্রাইব্যুনালে লগি বৈঠা তান্ডবের খুনীদের বিচার হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা তান্ডবে শহীদদের স্মরণে কক্সবাজারের ঈদগাঁওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টায় ঈদগাঁও বাস স্টেশন চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।

এতে বক্তারা বলেছেন, প্রকাশ্য রাজপথে আওয়ামী লীগের নৃশংশতা ও লগি বৈঠা দিয়ে গণহত্যার প্রতীক শোকাবহ ২৮ অক্টোবর। তাই ১৫ আগস্টের পরিবর্তে ২৮ অক্টোবরকে জাতীয় শোক দিবস ঘোষনা করতে হবে । ২০০৬ সালের ২৮ অক্টোবর স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে আওয়ামী ছাত্রলীগের পেটুয়া বাহিনী ২৮ অক্টোবরের গনহত্যা সংঘটিত করে পরবতীতে আওয়ামী দুঃশাসনের পথ সুগম করে দেয়।

বক্তারা আরো বলেন, সেদিন শিবির নেতা মুজাহিদসহ কয়েকজন কোরআনের হাফেজকে হত্যা করে শহীদদের বুকের উপর নৃত্য করেছিল আওয়ামী ছাত্র লীগের সন্ত্রাসীরা। আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ২৮ অক্টোবরের খুনীদের বিচারের দাবী জানান বক্তারা।

ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, জেলা জামায়াতের শুরা সদস্য ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর ও সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম প্রমূখসহ
ছাত্র শিবিরের সবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যন্ত এলাকা থেকে মিছিল সহকারে কর্মীরা সভায় যোগ দেন।

উপজেলা ইমাম সমিতি ও মুফাস্সির সমিতির নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ছৈয়দ আলম।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net