1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে মানা হচ্ছে না সড়ক আইন- অবাধে চলছে উল্টো পথে গাড়ি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে মানা হচ্ছে না সড়ক আইন- অবাধে চলছে উল্টো পথে গাড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার

শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে মানা হচ্ছে না সড়ক আইন। অবাধে চলছে উল্টো পথে গাড়ি।যার ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা,দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রতিনিয়ত যেসব গাড়ি উল্টো পথে চলাচলের সবচেয়ে বেশি অভিযোগ,সিএনজি অটোরিকশা, রিকশা, মোটর সাইকেল,ভ্যান গাড়ি ও নসিমন টমটম গাড়ির বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়,জলিল নগর বাস ষ্টেশন, মুন্সির ঘাটায় পথচারীদের চলাচলের দুর্ভোগের সৃষ্টির কারণ উল্টো পথে গাড়ি চলাচল,মহাসড়কের উপর অবৈধ গাড়ি পার্কিং। গতকাল রোববার সকালে একটি মোটর বাইকের পিছনে বসিয়ে স্কুলের শিক্ষার্থীকে নিয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে যেতে দেখা যায়। ৫মিনিট সময় বাঁচাতে উল্টো পথে যাচ্ছে গাড়ি। সচেতন নাগরিকরা জানান, চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনা ঘটে বেপরোয়া যানবাহন চলাচল ও উল্টো পথে গাড়ি চলাচলের কারণে।আইল্যান্ডে ঘুরে আসতে চাই না মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা চালকরা। সময় বাঁচাতে উল্টো আসে তাঁরা। ফলে দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আহত হয়ে পুঙ্গু হচ্ছে অনেকেই।২০১৮ সালের নতুন সড়ক পরিহন আইনে স্পষ্ট বলা আছে উল্টো পথে গাড়ি চালানোর ক্ষেত্রে মামলার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে উল্টো পথে গাড়ি চলাচল রোধ করার চেষ্টা করছি। যারা সড়ক আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধে মামলা-জরিমানা করা হচ্ছে। আমরা জনগণকে আইন মানার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net