1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

তিতাসে পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দাউদকান্দির জুরানপুর শাখা কৃষি ব্যাংকের সহকারী কর্মকর্তা মো. মনির হোসেন (৩৮) কে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন ও তার ভাই রিপন, লিটন গংরা। আহত মনিরের স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া ব্রিজের উপর। আহত ব্যাংক কর্মকর্তা মো. মনির হোসেন বারকাউনিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

এঘটনায় মনির হোসেনের বড় ভাবি ফারিয়া আক্তার শ্যামলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ অজ্ঞাত করে তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মনির হোসেন ও আলাউদ্দিন গংদের সাথে পূর্ব হতেই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে মনির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে।

মামলার বাদী ফারিয়া আক্তার শ্যামলী বলেন, আমার দেবর মনির হোসেন শনিবার সন্ধ্যায় বাতাকান্দি বাজার থেকে বাড়ি আসার পথে বারকাউনিয়া ব্রিজের উপর পথ রোধ করে সন্ত্রাসী আলাউদ্দিন, রিপন ও লিটনগংরা হত্যার উদ্দেশ্যে হামলা করে আমার দেবরের হাত-পা ভেঙ্গে দিয়েছে। আমি থানায় মামলা করেছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের পর আমার বড় ভাই লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মনির গংরা মারধর করে গুরতর আহত করে। ওই ঘটনায় আমরা মামলা করেছি। ওই মামলা তুলে নেওয়ার জন্য মনির গংরা আমাদের বাড়িতে হামলা করে। এসময় উভয়ের মধ্যে মারামারি হয় এবং আমাদেরও মোহাম্মদ আলী নামে একজন আহত হয়েছে। বর্তমানে সে এখন ঢাকায় চিকিৎসাধিন আছে।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বারকাউনিয়ায় মারামারির ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কর্মকর্তা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net