1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাব্লাম জয় করলেন কিশোরগঞ্জের তানভীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় সাংবাদিক খোন্দকার এরফান আলী বিপ্লবের পিতা বীরমুক্তিযোদ্ধা খোন্দকার এ কে এম আকরাম আলী ইন্তেকাল মাগুরার শ্রীপুর থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক,ভ্রাম্যমান আদালতে জরিমানা! মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বী-বার্ষিক সম্মেলন, মুক্তার সভাপতি ও মুন্নাকে সেক্রেটারী ঘোষণা মাগুরায় ৭ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন লাকসামে শুরু হয়েছে আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট রাউজান-রাঙামাটি বেবিট্যাক্সি চালক সমিতির  সভাপতি ছালামত- সম্পাদক কাজল দে রাঙ্গাবালীতে জামায়াতে ইসলা‌মী আমির মো: ক‌বির হোসাইন, সে‌ক্রেটা‌রি ম‌াসুদুর রহমান চৌদ্দগ্রামে যুবলীগ নেতার ভয়াবহ নির্যাতনে ঘরবাড়ি ছাড়া ২টি পরিবার শেরপুরের নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক তিতাসের মজিদপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাব্লাম জয় করলেন কিশোরগঞ্জের তানভীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

নেপালে অবস্থিত পৃথিবীর অন্যতম অনিন্দ্য সুন্দর ও বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাব্লাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন। ৫ম বাংলাদেশি হিসেবে অর্জন করলেন এই বিরল কীর্তি।

শনিবার (২ নভেম্বর) নেপালের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার পর্বত শিখরে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ালেন তানভীর।

অভিযানের অপারেটর স্নোয়ি হরাইজন ট্রেক্স এন্ড এক্সপিডিশন নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বোধা রাজ ভান্ডারির সূত্র দিয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পর্বতারোহনের তথ্যটি নিশ্চিত করেছেন তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর পক্ষ থেকে অভিযানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফরহান জামান।

এর আগে ২০১৯ ভারতের মানালির মাউন্ট দেও তিব্বা (৬০০১মিটার) এ নিজের সহোদর সোহান আহমেদ তন্ময়ের সাথে অভিযানের মাধ্যমে পর্বতারোহনের শুরু। দুটি ৬০০০ মিটার পর্বত অভিযানে একবার এভালাঞ্চ, আরেকবার চূড়ার মাত্র দেড় শ মিটারের ব্যবধানের নিচ থেকে নেমে আসতে হয়েছিল তাকে।

কিশোরগঞ্জ জেলা শহরের খড়মপট্টি এলাকার এডভোকেট তারেক উদ্দিন আহমেদ আবাদ ও শিক্ষিকা শিরীন আহমেদ শিউলি দম্পতির জ্যেষ্ঠ সন্তান তানভীর। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক তানভীর কর্মরত আছেন ভিএফ এশিয়া বাংলাদেশের সিনিয়র প্ল্যানার হিসেবে। ২০০৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

গত ১৩ অক্টোবর অভিযানের জন্য নেপালের পথে দেশ ছাড়েন তানভীর। ১৪ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করে পরদিন পৌঁছে যান রামেছাপ বিমানবন্দরে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেখান থেকে লুকলার নিয়মিত বিমান না চলাতে সেখানেই দুইদিন আটকে থাকতে হয় তাকে। পরদিন সড়কপথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছুপথ গাড়িতে এবং বাকিপথ হেঁটে ২৪ অক্টোবর পৌঁছে যান আমা দারাম বেসক্যাম্পে। সেখান থেকে একবার ঘুরে আসেন ক্যাম্প-২ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতিব প্রয়োজনীয়। এরপর বেসক্যাম্পে নেমে এসে শুরু হয় উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ১ নভেম্বর তিনি উঠে যান ক্যাম্প-২ এ। ২ নভেম্বর মধ্য রাতে শুরু হয় পর্বতের চূড়ার লক্ষ্যে তারা চূড়ান্ত যাত্রা এবং সকালে তিনি এই পর্বতশীর্ষ স্পর্শ করেন। পুরো পথেই তার সঙ্গে ছিলেন পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।

বেসক্যাম্পে নেমে আসতে তানভীরের দুদিন সময় লাগবে বলে ধারণা করছেন অভিযানের ব্যবস্থাপক। তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তার মা শিরীন আহমেদ শিউলি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম