1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্যহীন ইসলামি সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। -আসাদুজ্জামান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ মে ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চীন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি; বাংলাদেশের উন্নয়নের অংশীদার —–ডা.তাহের মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি বায়রার নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক দল নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্তের বিধান চাকরি-বেতন নিশ্চিতে আর্তনাদ কোভিডে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীদের গরিবের মামলায় গুরুত্ব নেই ওসির: বিত্তবানদের প্রভাব উন্নয়নের নামে লুটপাট সাত ঘণ্টার কম ঘুমালে কী হয়

বৈষম্যহীন ইসলামি সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। -আসাদুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান বলেন, ইসলামী আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সুশাসন, ন্যায়বিচার এবং বৈষম্যহীন তারুণ্যনির্ভর ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে জনগণের কল্যাণ সাধন, ইসলামী মূল্যবোধের প্রচারনা ও আল্লাহর পথে এগিয়ে চলার জন্য সবাইকে আহবান জানান।

আজ (১ নভেম্বর) জুম’আ বার সকাল ৭:০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের পেশাজীবী থানার উদ্যোগে সাভারের স্থানীয় একটি মিলনায়তনে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী থানার আমীর এবং সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি এডভোকেট রাশেদ ইবনে কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন, ইসলামি রাষ্ট্র কায়েমের জন্য সমাজের প্রত্যেক বিভাগকে আল্লাহর দেয়া জীবন বিধানের আলোকে সাজাতে হবে। গণমানুষের কল্যানে নিরলসভাবে কাজ করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার কাজে কোনো শৈথল্য প্রদর্শন করা যাবে না বরং সকল শক্তি-সামর্থ দিয়ে ময়দানে আপসহীনভাবে কাজ করতে হবে। কারো মধ্যে দ্বীন কায়েমের জযবা নাই মানে তার ঈমানের ঘাটতি আছে। তাই দ্বীন কায়েমে সকল রুকনকে আপোষহীন থাকতে হবে।
তিনি আরও বলেন, রুকন হচ্ছে সংগঠনের মূল খুটি। রুকনদের কে ব্যক্তি জীবনে লেনদেনে স্বচ্ছ থাকা, কথা কাজে গরমিল পরিহার করা, সাহাবিদের মত জীবন গঠনের চেষ্টা করা, আল্লাহর ভয়ে সবসময় তটস্থ থাকা ও ক্ষমার জন্য পেরেশানি হওয়া এবং সর্বপরি দ্বীন কায়েম জীবনের মূল লক্ষ্য হতে হবে।
প্রধান অতিথি আসাদুজ্জামান আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকান্ড, পিলখানা হত্যা, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিসিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা ও সর্বশেষ ৩৬ জুলাই এর গনহত্যার বিচারকার্য সম্পন্ন করার মাধ্যমে এদেশের সাড়ে ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি দুর করতে হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করা এবং ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের যাতে উত্থান না ঘটতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও রুকন সম্মেলনে থানার বিভিন্ন কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ওয়ার্ডের রুকনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net