রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌর ৯নম্বর ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে ৪৮০ জন পরিবারের মাঝে এই চাউল বিতরণ করেছেন বিএনপি নেতা মোহাম্মদ দিদারুল আলম তালুকদার। এসময় মোহাম্মদ বাচা কোম্পানি, নাছির উদ্দীন, নাজিম তালুকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপি নেতা মোহাম্মদ দিদারুল আলম তালুকদার বলেন, রাউজানবাসীর সুখ দুঃখে অতীতেও চৌধুরী পরিবার পাশে ছিল,বর্তমানেও পাশে আছে। আমরা চৌধুরী পরিবারের প্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করতে পারা অনেক আনন্দের।