মোঃ সাইফুল্লাহ ;
মাগুরা শ্রীপুরের খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিঠা মেলা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় পিঠা মেলা ও শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি।
এ উপলক্ষে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় ছয়টি স্টলের মাধ্যমে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পিঠা বেচাকেনায় মেতে উঠে শিক্ষার্থীরা। তৈরি হয় মিলন মেলায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ আরব আলী, সহকারী প্রধান শিক্ষক প্রভাষচন্দ্র বিশ্বাস, বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার মোছাঃ মর্জিনা খাতুন, সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম, গাইড শিক্ষিকা অসিমা রাণী বিশ্বাস, সুপ্রভাত বিশ্বাস, প্রণব মন্ডল, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান শেখ, আবু হানিফা, আনিচুর রহমান, রাবেয়া খাতুনসহ অন্যরা।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/০১/২০২৫ইং