মোঃ ওসমান গনি(ইলি) কক্সবাজার:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য জানিয়ে
নবাগত র্যাব ১৫ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও সাংবাদিক একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে চলার পথ আরো সুগম হবে; আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।
বৃহস্পতিবার (৬ মার্চ) সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন,প্রতিটি জেলা,উপজেলা,ওয়ার্ড ভিত্তিক মাদক কারবারি,সন্ত্রাসীদের তালিকা তৈরি করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।এসময় কক্সবাজার প্রেসক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আজাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।র্যাবের সিও আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও সাংবাদিক একসঙ্গে কাজ করছে; ভবিষ্যতে চলার পথ আরো সুগম হবে। আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।
র্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের কাছে আস্থার প্রতীক, নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। যারা সন্ত্রাসী, দুষ্কৃতকারী তাদের কাছে র্যাব আতঙ্কের নাম। আমি চাই আপনাদের (সাংবাদিক) এবং র্যাবের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা এদেশ থেকে মাদক,সন্ত্রাস নির্মূলে আপ্রাণ চেষ্টা করে যাবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই কাজে নিজেদের আত্মনিয়োগ করে যাবো।