1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার ডিওএইচএস: পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওযয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতইসলামীর রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল দেশের মানুষকে শান্তি দিতে, বড় বড় শয়তান ধরতে হবে আর বড় সয়তান ধরতে নির্বাচিত সরকারের প্রয়োজন। – এ্যাডঃ আব্দুস সালাম আজাদ

ঠাকুরগাঁওয়ে স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৮ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন-ইএসডিও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মহিফলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আগত মেহমানগণকে স্বাগত জানান সংস্থার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। মিলাদ মাহফিলের পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আমাদের আমন্ত্রণে আপনারা সকলে এসেছেন এজন্য সকলের প্রতি ইএসডিও’র অসীম কৃতজ্ঞতা। রমজান মাস আমাদের রহমতের মাস, বরকতের মাস ও মাগফেরাতের মাস। ধর্মীয় জায়গা থেকে আরা বিশ্বাস করি যে, এই যে রোজা রাখা এবং সকলে মিলে একসাথে ইফতার করা এটির অশেষ সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন সেই দোয়া করি। এখানে সম্মানিত আলেমবৃন্দ রয়েছেন, একটু পরেই মোনাযাত হবে, বিশেষ করে আমরা আমাদের দেশের জন্য মোনাযাত করবো। যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের জন্য, যারা জুলাই আগষ্ট মাসে গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন; দেশ গড়ার ক্ষেত্রে তাদের জন্য, যারা এখনও অসুস্থ রয়েছেন তাদের জন্য এবং আমাদের সমস্ত দেশের সমৃদ্ধির জন্য, সকলের কল্যাণের জন্য আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো। আল্লাহ যেনো আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন মির্জা পরিবারের অন্যতম সদস্য মির্জা ইকবাল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, মাধ্যমিক ও উচ্চ শিা রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো. আখতারুজ্জামান, জজ কোটের পিপি এ্যাড. মো: আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো: এন্তাজুল হক, ঠাকুরগাঁও প্রেসকাবের (ভার:) সভাপতি লুৎফর রহমান মিঠু, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক এস,এম মজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মামুন অর রমিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীসহ সহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। পরে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের পিতা মরহুম মো: জয়নাল আবেদীনসহ, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাযাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম