1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্বময় ছড়িয়ে পড়বে বাংলাদেশের নার্সরা : বিএমইউ ভিসি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে এদেশের মানুষের চিম্তারও পরিবর্তন হয়েছে: শিবির সভাপতি জাহিদুর রহমান অনুমোদনহীন সাঙ্গু ট্রমা হাসপাতালে উপজেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা ঈদগাঁওয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় ২৪শের শহীদ সুমনের নামে রাস্তার উদ্বোধন করলেন জামায়াতের প্রার্থী এম বি বাকের ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ জসিম সভাপতি, মুফিজ সাধারণ সম্পাদক, মোবারক সাঈদ সাংগঠনিক সম্পাদক ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরাম গঠিত নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’ ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

বিশ্বময় ছড়িয়ে পড়বে বাংলাদেশের নার্সরা : বিএমইউ ভিসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩০৬ বার

নার্সিং পেশার গুণগত উন্নয়নে বাংলাদেশের নার্সরা বিশ্বময় ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি জানান, আন্তর্জাতিক মানের নার্সিং শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে বিএমইউ নিরলসভাবে কাজ করছে। তার মতে, গুণগত নার্সিং শিক্ষার মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশি নার্সদের চাহিদা তৈরি করা সম্ভব।

সোমবার (১২ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নার্স দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য এসব কথা বলেন।

ডা. শাহিনুল আলম বলেন, নার্সিং পেশার গুণগত রূপান্তরের মাধ্যমে আমরা বাংলাদেশকে বৈশ্বিক স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের লক্ষ্য হলো ফিলিপাইন বা ভারতের কেরালার মতো নার্স রপ্তানিকারক দেশে পরিণত হওয়া, যা থেকে আমরা বছরে বিলিয়ন ডলার আয় করতে পারব।

তিনি জানান, নার্সিং শিক্ষার আন্তর্জাতিকীকরণের জন্য বিএমইউ ইতোমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কারিকুলাম বাস্তবায়ন করেছে। পাশাপাশি নার্সিং শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইংরেজি ও কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হয়েছে। গবেষণাকে উৎসাহিত করতে ফেলোশিপ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির কাজও চলছে।

উপাচার্য বলেন, রোগীদের দুঃখ-কষ্ট লাঘবের ভরসাস্থল হলো নার্সরা। নার্সিংয়ের মতো মহৎ পেশার দায়িত্ব পালনে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।

সেবার পাশাপাশি নিজেদের দক্ষতা অর্জনে গুরুত্বারোপ করে শাহিনুল আলম বলেন, শুধুমাত্র একটি চাকরির জন্য নার্সিং পেশা নয়। বর্তমানে নার্সিং পেশার জন্য বিশ্ব দুয়ার খুলে গেছে। এ জন্য নিজেকে আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তুলতে হবে। ইংরেজি ভাষা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নার্সিং পেশার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে উচ্চতর নার্সিং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এই কার্যক্রম বাস্তবায়ন হলে এবং নার্সরা এক্ষেত্রে নিজেকে আন্তরিকতার সঙ্গে সম্পৃক্ত করলে নার্সিং পেশায় বাংলাদেশ বর্হিবিশ্বেও সুনাম অর্জনে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন।

সেমিনারে গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক মো. হারুন অর রশীদ গাজী বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ২০ হাজার নার্স কর্মরত রয়েছেন। তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে।

দিনব্যাপী আয়োজনের শেষাংশে নার্সিং পেশার ওপর ভিত্তি করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নার্সিং শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নিয়ে নার্সিং পেশার গৌরব ও চ্যালেঞ্জগুলো বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে প্রায় ১৫টি দেশে নার্স পাঠাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নার্স রপ্তানি থেকে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নার্সিং শিক্ষার মান আরও বাড়াতে পারলে এই সংখ্যা আগামী পাঁচ বছরে তিন গুণ বাড়ানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net