1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হত্যা মামলার আসামী আওয়ামী লীগের  চেয়ারম্যানকে বিএনপি সমর্থিত মেম্বারদের ফুল দিয়ে বরণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

হত্যা মামলার আসামী আওয়ামী লীগের  চেয়ারম্যানকে বিএনপি সমর্থিত মেম্বারদের ফুল দিয়ে বরণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩২ বার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রমিকদল নেতা খোকন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে ফুল দিয়ে ইউনিয়ন পরিষদে বরণ করে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিক তিন মেম্বারের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপির নেতারা।

মঙ্গলবার (১৩ মে) সকালে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন পলাতক থাকা জেলা আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ ইউনিয়ন পরিষদের একটি অনুষ্ঠানে উপস্থিত হলে সেখানে ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য ছালেহ উদ্দিন ভূইয়াঁ ও জামাল উদ্দিন ও আবদুর রহমান কাজলের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দিনভর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিপুল অংকের টাকার বিনিময়ে চেয়ারম্যানকে তারা ইউনিয়ন পরিষদের কর্মসূচীতে যোগদানের সুযোগ দিয়েছেন বলে ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন।

ছালেহ উদ্দিন ভূঁইয়া নোয়ান্নই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, জামাল উদ্দিন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ডের মেম্বার এবং আবদুর রহমান কাজন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই ওয়ার্ডের মেম্বার।

ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নোয়ান্নই ইউনিয়ন চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। দীর্ঘ নয় মাস পলাতক থাকার পর মঙ্গলবার বেলা সোয়া এগারোটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন তিনি। সেখানে কিছুক্ষণ অবস্থান করে কিছু কাগজপত্র সই-সাক্ষর করেন। এছাড়াও চেয়ারম্যান জুনায়েদ কে ইউনিয়ন পরিষদ সদস্যগণ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক কর্মী জানান, আওয়ামী দুঃশাসনের আমলে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করে আসছিলো দিলদার হোসেন জুনায়েদ। তিনি জুলাই অভ্যুত্থান চলাকালীন প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা করেন। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কিন্তু হত্যা মামলার এই আসামীকে যখন আমাদেরই নেতারা ইউনিয়ন পরিষদে নিয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।

 

জানতে চাইলে বিএনপি নেতা ও ইউপি সদস্য ছালেহ উদ্দিন ভূঁইয়া বলেন, মঙ্গলবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসনিক কর্মকর্তার যোগদান উপলক্ষ্যে তাকে সংবর্ধনা দেয়া হয়। এটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান। চেয়ারম্যানকে ছাড়াই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। অনুষ্ঠান শুরুর ১৫ মিনিটের মাথায় হঠাৎ করে চেয়ারম্যান সেখানে উপস্থিত হন। আগে তার দাড়ি ছিল না। দীর্ঘদিন পর দাড়ি মাখা মুখ নিয়ে ইউনিয়নে আসায় তাকে আমরা চিনতে পারিনি। পরে তিনি সেখানে উপস্থিত হয়ে রেজ্যুলেশন খাতায় তিনটি স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে চেয়ারম্যান নতুন বরাদ্দের ২৫ লাখ টাকার কাজ নয় ওয়ার্ডে সমানভাবে বন্টন ও কোরবানির আগেই সেসব কাজ শেষ করার নির্দেশ দেন।

 

একই বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন বলেন, আমরা বিএনপি সমর্থিত তিনজন মেম্বার সহ অন্যান্যরা নতুন প্রশাসনিক কর্মকর্তার যোগদান উপলক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত ছিলাম। সেখানে কিভাবে আওয়ামীলীগের পলাতক চেয়ারম্যান উপস্থিত হয়েছেন, কাদের ইন্দনে তিনি এই সাহস পেয়েছেন সেটি আমরাও খুঁজে বের করার চেষ্টা করছি। তবে যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটিতে তিনি উপস্থিত থাকলেও আমরা তাকে সে ফুলের তোড়া দেইনি। আমরা আমাদের নতুন প্রশাসনিক কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়েছি। তিনি সেখানে উপস্থিত হওয়ায় তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মী-সমর্থকরাও কষ্ট পেয়েছে। তার থেকে টাকা নেয়ার যে বিষয়টি ছড়িয়েছে সেটিও সত্য নয়। তাছাড়া ওই চেয়ারম্যান হত্যা মামলার আসামী হওয়া স্বত্ত্বেও পুলিশ অদৃশ্য কারণে তাকে এখনো গ্রেফতার করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net