1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এনসিপিকে নিয়ে মানুষের প্রাপ্তি প্রত্যাশার গড়মিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

এনসিপিকে নিয়ে মানুষের প্রাপ্তি প্রত্যাশার গড়মিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪ বার

এস এম নাসিম,

মফস্বল সম্পাদক, দৈনিক গণজাগরণ

বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সম্ভাবনার বার্তা নিয়ে এ বছর ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ২৫ থেকে ৩০ বছর বয়সী টগবগে যুবক নিয়ে গঠিত দল এটি। দলটির প্রতি শুরুতে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সীমাহীন। দিন যত গড়াচ্ছে মানুষের সেই প্রত্যাশায় ভাটা পড়েছে।

 

বিশেষ করে দল গঠনের পর থেকেই একের পর এক বিতর্কির্তের জন্ম দিয়েছে নেতা। দলীয় অভ্যন্তরে বিশৃঙ্খলা, নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, কোনো কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ—এসব নানা কারণে দলটি যেমন ইমেজ সংকটে পড়েছে। ফলে তাদের প্রতি সাধারণের আবেদনও দিন দিন কমছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যতটা প্রত্যাশা নিয়ে গঠন করা হয়েছে তরুণদের এ দল, ততটাই হতাশা উপহার দিয়েছে তারা।

 

সম্প্রতি, সাইফুল ইসলাম রাব্বি নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ধানমন্ডি মডেল থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে সমালোচনার মুখে পড়েন এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। একারণে নিজ দল থেকে শোকজও করা হয় তাকে। এর আগে মোংলা সমুদ্রবন্দর ইস্যুতে জড়িয়ে সমালোচিত হন তিনি।

 

আত্মপ্রকাশের পর এনসিপির মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিবির বই ছাপার কাজে ‘কমিশন বাণিজ্য’ ও ‘হস্তক্ষেপ’ করার বড় অভিযোগ রয়েছে। তানভীরের বিভিন্ন কার্যক্রম নিয়ে দলের ভেতরে ও বাইরে বেশ আলোচনা চলছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সাময়িক অব্যাহতিও দেওয়া হয়। তাকে এখনো স্থায়ী বহিষ্কার না করায় নানা মহলে এনসিপিকে নিয়ে প্রশ্ন ওঠে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপির শৃঙ্খলা কমিটি তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে। এরই মধ্যে গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন ছাত্রলীগ ছেড়ে শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র-জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে আলোচিত হওয়া সারজিস আলম। এনসিপির এ মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ঈদের আগে নিজ এলাকা পঞ্চগড়ে ৪০০ গাড়ির বহর নিয়ে শোডাউন করে সমালোচিত হন। এমন কর্মকাণ্ডে নিজের পক্ষে সাফাই গেয়ে ‘আমার দাদা যে সম্পদ রেখে গেছেন, তা দিয়ে নির্বাচনটাও করে ফেলা যায়’মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির পাত্রও হন তিনি।

 

অন্যদিকে, রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে তদবির করার অভিযোগ ওঠে এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে তারেকের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও দেখা গেছে।

 

এদিকে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি, বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তারা সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত না হলেও এনসিপি সমর্থিত হিসেবে পরিচিত। তাদের এসব অভিযোগও এনসিপিকে প্রশ্নবিদ্ধ করেছে। এ তিনজনকেই জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কাছে তারা তাদের বিরুদ্ধে অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

 

এনসিপির পদে না থাকলেও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবার ঠিকাদারি লাইসেন্স করা নিয়ে বিতর্কিত হন। পরে অবশ্য সমালোচনার মুখে সেই লাইসেন্স বাতিল করা হয়। এ ছাড়া ভিডিও বার্তায় সেনাপ্রধান এবং অন্তর্বর্তী সরকার গঠনের বিতর্কিত প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা-সমালোচনার ঝড় তোলেন এ উপদেষ্টা।

 

আবার মাহফুজ আলম সরকারের অংশ হলেও তাকে এনসিপির প্রতিনিধিত্ব মনে করা হয়। তার বিভিন্ন ‘বিতর্কিত’ মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে আবার মুছে ফেলা এবং দুঃখপ্রকাশ করার বিষয়টি নিয়েও নানা সময় বেশ হাস্যরসের জন্ম দেয়।

 

এর আগে ওয়াসার আউটসোর্সিংয়ের নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। সে সময় এটিকে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা বলে দাবি করেছিলেন এনসিপি নেতারা।

 

গত ৪ মে বকেয়া বেতনের দাবিতে জনকণ্ঠ কার্যালয়ে আন্দোলনরত একদল সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ ওঠে এনসিপির সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে। পরে এ ঘটনায় চিঠি দিয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছে তার দল এনসিপি।

 

এর আগে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে তোপের মুখে পড়েছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এমনকি এ নিয়ে নিজ দলেও ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি। সেই পোস্টেই এনসিপির দুই শীর্ষ নেতা সারজিস এবং হাসনাত প্রকাশ্যে দ্বিমত পোষণ করে ফেসবুকে পোস্ট দেন। পরে সমালোচনার মুখে অবশ্য পোস্টটি মুছে দেন নাসির। অপর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন এই এনসিপি নেতারা।

 

পলাতক আওয়ামী লীগসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা করে এরপর অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব মেহেরাব খান ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ নামে একটি ফেক আইডির সঙ্গে তাদের জড়িত থাকায় এই দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল মানিকগঞ্জ সদর থানার পুলিশ।

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধ: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একই ব্যানারে থাকলেও পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে এনসিপির সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিরোধ সামনে আসে। সর্বশেষ বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ গ্রহণ কেন্দ্র করে প্রকাশ্যে দূরত্ব তৈরি হয়। এনসিপির নেতারা সরাসরি বিএনপিকে ঘিরে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনীতির মাঠে এনসিপি বনাম বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা যায়।

 

অন্যদিকে, গত ১১ মে রাতে ডানপন্থি দলগুলোর সমালোচনায় সরব হন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।’ বক্তব্য জামায়াত ও শিবিরকে উদ্দেশ করেই দেওয়া, তা স্পষ্ট। এরপর এনসিপি বিবৃতি দিয়ে একাত্তরের অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানায়। এরপর জামায়াত-শিবিরের সঙ্গে তাদের সম্পর্ক শীতল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধে জড়ায়।

 

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একাধিক নেতাকর্মী বলেন, সেই জুলাই থেকেই ছাত্র সমন্বয়কদের সর্বোচ্চ সহযোগিতা করে আসছে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা। সব বড় জমায়েতে আমাদের অংশগ্রহণ ছিল। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের পর তারা আমাদের সরাসরি মাইনাস করে দেয়। এরপর থেকে আমাদের নেতাকর্মীরা আর তাদের কোনো কর্মসূচিতে যেতে রাজি নয়। বিএনপির সঙ্গে তাদের বিরোধ স্পষ্ট হলেও আমরা তাদের ডাকে যেতে এখন দুইবার ভাবব।

 

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, মানুষ এনসিপির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ, তারা প্রতিটি দলের সঙ্গে অনৈক্য সৃষ্টি করেছে। যাকে যখন দরকার কাছে টেনেছে, কাজ শেষে ছুড়ে ফেলে দিয়েছে। সবাইকে মাইনাস করে গণঅভ্যুত্থানের একক শক্তি হিসেবে নিজেদের আবির্ভূত করেছে। বিভিন্ন নেতাকে নিয়ে নানা ষড়যন্ত্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমাদের দল ভাঙার ষড়যন্ত্রের সঙ্গেও তারা জড়িত।

 

আত্মপক্ষ সমর্থন এনসিপি নেতাদের: এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যে মাত্রায় প্রত্যাশা ছিল, সে মাত্রায় আমরা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। সে চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কিন্তু যেভাবে আমাদের বিরুদ্ধে নানা সময়ে বিভিন্ন অপপ্রচার চালানো হয়, যার সঙ্গে এনসিপির কোনো সংশ্লিষ্টতা নেই, তাকেও এনসিপি হিসেবে দেখানো হয়—এসব ঘটনা আমরা চিহ্নিত করেছি। যেসব সমালোচনা আছে, সেসব আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

 

মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানা কার্যক্রমও চলমান। এ চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে। তারপর আমরা যেন নিজেরাই বিভাজনের পথ বেছে নিয়ে অন্য কাউকে তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ না দিই, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছে , যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের অগ্রণী ভূমিকা ছিল, সেহেতু তাদের প্রতি মানুষের প্রত্যাশা তৈরি হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে অনেকে বিবেচনা করেছে এনসিপিকে। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তড়িঘড়ি করে দুই মাস আগে দলটা গঠিত হয়েছিল, সে রকম দ্রুতই দলটা সম্পর্কে নানা আলোচনা, সমালোচনা, বিতর্ক, দুর্নীতির খবর চাউর হয়েছে। এর সবকিছু যেমন সত্য নয়, সবকিছু উড়িয়েও দেওয়া যাবে না। ফলে এ দল সম্পর্কে মানুষের আবেদনও কমে যাচ্ছে। দলকে সাসটেইনেবল করার জন্য কাঠামো তারা তৈরি করতে পারেনি এনসিপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net