নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে হত্যা মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রিয়াজের নেতৃত্বে একই ইউনিয়নের জামাত কর্মী খলিল রহমানকে অপহরণ করে নির্যাতন করা হয়। শারীরিকভাবে মারাত্বক জখম করে জোরপূর্বক খলিলের পরিবারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আদায় করে এবং আরও দশ লাখ টাকা দাবী করে খালি লিগ্যাল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে গুরুতর জখম অবস্হায় ছেড়ে চলে যায়।আহত খলিল রহমান একজন গ্রাম্য ডাক্তার ।
রিয়াজ বাহীনির নেতৃত্বে এ হামলার সাথে আরও জড়িত ছিলো মৃত আব্দুল হাইয়ের ছেলে রিয়াদ হোসেন,মৃত আবুল কাশেমের ছেলে ইমন, কবির হোসেনের ছেলে রিজু, মহসিনের ছেলে সজিব ও শাহ আলম।
রিয়াজ বাহীনি ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো এবং এলাকায় মাদক ও ইয়াবা ব্যাবসার সাম্রাজ্য গড়ে তুলে ছিলো। এ বাহীনির প্রধান রিয়াজ অস্ট্রেলিয়া বিএনপির সাবেক নেতা দেলোয়ার হোসেনের ভগ্নিপুত্র। তার ছত্রছায়ায় সন্ত্রাসীরা পুনরায় এলাকায় সক্রিয় হচ্ছে।
এ সম্পর্কে চন্দ্রগন্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেনের সাথে কথা বলতে চাইলে বারবার মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
চন্দ্রগন্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোঃ ফয়জুল আমিন বলেন,এ বিষয়ে আমি অবগত আছি। গতকাল ২৫ মে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের কারর জন্য এসেছিলেন কিন্তু হাসপাতালের কাগজপত্র সাথে নিয়ে না আসায় মামলা হয়নি।প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে আসলে মামলা গ্রহণ করা হবে এবং যথাযথো আইনী ব্যাবস্থা নেওয়া হবে।