1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৃত্যু তারে করেছে মহান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ কার্যালয় এখন ‘ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ সমাজ বদলে ইসলামি ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে চায় জামায়াত জুলাই হত্যার বিচার শুরু আগস্টে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত : জামায়াত আমির ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক কুমিল্লার নাঙ্গলকোটে কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের চেয়ারম্যান শাহজাহান বিএনপির কেন্দ্রীয় পদ পাচ্ছেন ঢাকা আসছেন ৫ সদস্যের চীনা বার্ন বিশেষজ্ঞ দল মৃত্যু তারে করেছে মহান

মৃত্যু তারে করেছে মহান

মোঃ ওমর ফারুক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২ বার

মানুষের জীবন অমূল্য সম্পদ। কারণ মানুষ একবারই এ পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি। তাই মানুষ শত কষ্টে শত দুঃখেও অসংখ্যবার নিজের দীর্ঘায়ু কামনা করে। তাই তো কবির কণ্ঠেও ধ্বনিত হয়েছিল—

‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’

সেই বহুকাঙ্ক্ষিত ও আদরণীয় জীবন শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে নির্দ্বিধায় উৎসর্গ করেছেন একজন মমতাময়ী শিক্ষক।

ঘটনাটি কল্পলোকের কল্পনা বা কাল্পনিক দৃশ্য নয়, বাস্তব ঘটনা। এমন একজনের কথা বলছি- শিক্ষক মাহেরিন চৌধুরী। তিনি শুধু অন্ধকারে আলোকবর্তিকাই নন, জ্বলন্ত অগ্নিকুণ্ডে তার স্নেহের আঁচল যেন বরফের প্রলেপ। তিনি নিজে ক্ষিপ্ত আগুনে জ্বলেছেন, ঝলসে গেছেন। তবুও নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছেন ২০ শিক্ষার্থীর প্রাণ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মাহেরিন চৌধুরী। মা-বাবার পরে সবচেয়ে বড় অভিভাবক একজন শিক্ষক—তিনি জীবন দিয়ে তা প্রমাণ করলেন। তিনি শুধু একজন শিক্ষক নন, একজন মমতাময়ী মা। জীবনের শেষ মুহূর্তেও লড়ে গেছেন মৃত্যুর বিরুদ্ধে, নিজের প্রাণের বিনিময়ে ২০ কোমলমতি শিশুকে বাঁচিয়েছেন।

মাহেরিন চৌধুরী স্নেহ-ভালোবাসায় শিক্ষার্থীদের আগলে রেখেছেন পরম মমতায়। তাই তো তিনি হয়ে উঠেছিলেন শিক্ষার্থীদের কাছে মায়ের মতো আপন ‘আম্মু’! মানুষের কল্যাণে নিজের জীবন বিলিয়ে দিয়ে হয়ে ওঠেছেন মৃত্যুঞ্জয়ী।

কোনো কোনো মৃত্যু জীবনকে ছাপিয়ে আরো জীবন্ত করে তোলে। মরেই যেন পুনর্জীবন লাভ করেন। মৃত্যুই তাদের অমর করে রাখে। শিক্ষার্থীদের জন্য জীবন দিয়েই আরো জীবন্ত হয়ে উঠেছেন শিক্ষক মাহেরিন চৌধুরী। পত্রিকায় পাতায়, টেলিভিশনের পর্দায় এবং ফেসবুকের দেয়ালে দেয়ালে ভাসছে তার ছবি। লেখা হচ্ছে তার আত্মত্যাগ ও বীরত্বের কথা। আগুনের লেলিহান শিখাকেও তিনি তুচ্ছ করে শিক্ষার্থীদের জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। বাঁচিয়েছেন ২০ শিক্ষার্থীর জীবন। তিনি তো বাংলাদেশের সুপারওমেন।

ক্লাস শেষ। আর কিছুক্ষণের মধ্যেই তারা ঘরে ফিরবে। কেউ কি ভুলেও ভেবেছিল, আর মায়ের কোলে ফেরা হবে না! অকস্মাৎ নেমে আসবে এমন ভয়াবহ বিপদ, বীভৎস দুর্যোগ! বেজে উঠবে করুণ মৃত্যুঘণ্টা।

জন্মিলে মরতে হবেই। মৃত্যু অনিবার্য, নশ্বর পৃথিবীর অবিনশ্বর নীতি। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু মানুষের অনিবার্য নিয়তি। তাই বলে নিষ্পাপ শিশুদের এমন করুণ মৃত্যু! কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো দেশের মানুষের হৃদয় আজ ঝলসিত! মনের ভেতর শোকের মাতম, হৃদয় ব্যথায় কাতর।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শুধু একটি বিমানই বিধ্বস্ত হয়নি, বিধ্বস্ত হয়েছে অনেক মায়ের বুক! তপ্ত এক দুপুরের স্বপ্ন পোড়ার গল্প। বাতাসে ভাসছে হৃদয় পোড়ার গন্ধ! আকাশ ভারী হয়েছে সন্তান ও স্বজন হারানোর আর্তনাদে। যে রঙিন প্রজাপতিরা দিগন্তে পাখা মেলার স্বপ্ন নিয়ে শিক্ষাঙ্গনে উড়ে বেড়াত—কী ভয়ংকর ও বীভৎস ঘটনার মধ্য দিয়ে তাদের ফুলের মতো নিষ্পাপ জীবনের পরিসমাপ্তি ঘটল!

সোমবার সকালে উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। চারপাশে আগুনের গোলা, ধোঁয়ায় ঢেকে যাওয়া শ্রেণিকক্ষ এবং শিশুদের আতঙ্কিত কান্না। এমন বিভীষিকার মধ্যেই সামনে আসেন একজন শিক্ষক—মাহেরিন চৌধুরী। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মাহেরিন চৌধুরী। নিজের প্রাণের কথা না ভেবে তিনি এক এক করে শিশুদের আগুনের হাত থেকে টেনে বের করেছেন। যে করিডোর দিয়ে আগুন ছড়িয়ে পড়ছিল, সে পথ পেরিয়ে তিনি দৌড়ে গেছেন—যেখানে আটকে ছিল ছোট ছোট প্রাণ। শিক্ষিকা হিসেবে তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল—তিনি একজন অভিভাবক।

স্কুলের শিক্ষার্থীদের একজন জানায়, “আম্মু (মাহেরিন ম্যাডামকে তারা এই নামে ডাকে) চিৎকার করে বলছিলেন, ‘ভয় পেয়ো না, আমি আছি।’ তিনি আমাদের ঠেলে বের করে দিচ্ছিলেন, নিজে ধোঁয়ার ভেতর ঢুকছিলেন বারবার।”

মেহরিন চৌধুরী! দুর্ঘটনার সময় ক্লাসরুমে থাকা ২০+ বাচ্চাকে আগুন থেকে বের করেছেন। তারপর তিনি ভেতরে আটকে পড়েছেন। এই রোমহর্ষক করুণ দৃশ্যই এখন ঢাকা শহরের মাইলস্টোন স্কুলের রক্তাক্ত ইতিহাস। আগুনের লেলিহান শিখা উপেক্ষা করে মৃত্যুকে আলিঙ্গন করা এক শিক্ষিকার ২০টি শিশুর জীবন রক্ষা করার মহাকাব্যিক সাহস, যা অবিস্মরণীয় হয়ে থাকবে। এজন্য রাষ্ট্রীয় মর্যাদা তার প্রাপ্য!

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তার শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ পুড়ে গিয়েছিল। তবে তিনি একবারও জ্ঞান হারাননি। শেষ মুহূর্তে তিনি বলেন, ‘আমি ওদের বাঁচাতে পেরেছি তো?’

মাহেরিনের স্বামী তার স্ত্রী সঙ্গে সম্পর্কে বলেন, তার সঙ্গে যখন আইসিইউতে শেষ কথা হয়, তখন মাহেরিন আমাকে তার ডান হাতটি শক্ত ধরতে বলেন। এতো পুড়ে গেছে যে ধরাও যাচ্ছিল না, সবকিছু পুড়া। তারপর সে আমার হাতটা বুকের কাছে নিয়ে বলে, ‘তোমার সঙ্গে আমার আর দেখা হবে না।’

তিনি আরো বলেন, “আমি তাকে (স্ত্রীকে) বললাম, কেন তুমি সন্তানদের কথা একবারও ভাবলে না? উত্তরে সে বলল, ‘ওরাও তো আমার সন্তান।’ তার বুক-পেট খুব জ্বলছিল।”

স্কুলের সব শিক্ষার্থী ছিল তার সন্তানের মতোই। তার ভাই বলেন, ‘মাহেরিন বলত, ওরা আমার বাচ্চা। আমি না থাকলেও যেন ওরা বাঁচে, সেটাই ওর চাওয়া ছিল।’

মানুষ গড়ার কারিগর মাহেরিন চৌধুরী সম্পর্কে তার একজন সতীর্থ বলেন, ‘মাহেরিন আপা মানারাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্স করেন। বয়সে আমার একটু সিনিয়র হবেন। বনেদি ঘরের মানুষ, তবে একদম সাদামাটাভাবে চলাফেরা করতেন।

তিনি আরো বলেন, ‘গতকাল যখন স্কুলের ওপর বিমানটি আছড়ে পড়ে, তিনি তার স্বভাবসুলভ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। নিশ্চিত আগুনে পুড়ে যাওয়া থেকে কমপক্ষে ২০ জনের বেশি ছাত্রছাত্রীকে তিনি সেভ করেছেন। মাহেরিন আপার শরীরের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল। যতক্ষণ জীবিত ছিলেন, অসম্ভব কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছেন।

তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে তিনি ফরজ আমল, ইবাদত করতেন। নিয়মিত কোরআন পড়তেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন চাচাতো ভাই এম আর চৌধুরী, যদিও এই পরিচয়টি তিনি দিতে চাইতেন না। সুবিধা নেওয়ার মানসিকতা তার ভেতর আমি দেখিনি, বরং স্কুল টিচার হিসেবেই তিনি জীবন কাটিয়ে দিলেন।’

শিক্ষার্থীরা বলছে, ‘আমরা বই নিয়ে স্কুলে যাব, কিন্তু ম্যাডাম আর থাকবেন না। কিন্তু তার সাহস আমাদের পথ দেখাবে।’

একজন অভিভাবক বলেন, ‘আমার সন্তান হয়তো বেঁচে আছে মাহেরিন ম্যাডামের জন্য। এমন মানুষ এ যুগে দেখা যায় না।’

সোমবার (২১ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিধ্বস্ত বিমানের আগুনে তার শরীরের ৮০ শতাংশ ঝলসে যায়।

শিক্ষক মাহেরিন চৌধুরীর চলে যাওয়ায় শিক্ষাব্যবস্থায় যেমন এক অপূরণীয় ক্ষতি হলো, তেমনি তৈরি হলো এক উজ্বল দৃষ্টান্ত। শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, জীবন দিয়ে অন্যকে রক্ষা করাও এক বিশাল শিক্ষা।

তিনি জীবন দিয়ে শিখিয়ে গেলেন—কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে দায়িত্ব নিতে হয়, কীভাবে সাহসের মুখোমুখি দাঁড়াতে হয়!

মানুষ গড়ার কারিগর মাহেরিন চৌধুরী আমাদের শিখিয়ে গেলেন, শিক্ষকতা কত মহান কর্ম! এটা শুধু একটি পেশা নয়, এর সঙ্গে মিশে আছে মাতৃত্ববোধ—শিক্ষকের স্নেহ-ভালোবাসা, মানবতা, আত্মত্যাগ আর বীরত্বের সর্বোচ্চ উজ্জ্বল রূপ। এই দুর্লভ মানবিক পাঠ যেন শিক্ষার্থীরা নিজেদের জীবনের পাথেয় করে রাখেন। এই আত্মত্যাগের জন্য তিনি আমাদের মনে অমর হয়ে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net