1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শুধু নির্বাচনের জন্য জুলাই আন্দোলন হয়নি: কিশোরগঞ্জে ফয়জুল করীম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন

শুধু নির্বাচনের জন্য জুলাই আন্দোলন হয়নি: কিশোরগঞ্জে ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয়নি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয়নি। বিপ্লব কেন হয়েছিলো- ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায় মানুষকে লিখে দিয়েছে। আমি সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করতে চাই, আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোন খাম্বার মধ্যে লেখা আছে- নির্বাচন চাই। একটা নিদর্শন আমাকে দেখান। যারা জুলাই-আগস্টের সৈনিক ছিলো তারা ওয়ালে লিখেছে- আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমার নজরে এমন লেখা কোনো জায়গায় পড়েনি।’

তিনি আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিলো? তিনটা উপহার আমাদের দিবে- সংস্কার, বিচার, নির্বাচন। কিন্তু কোনো কোনো দল সংস্কারের কথা বলে না, বিচারের কথা বলে না। বলে শুধু নির্বাচন নির্বাচন। কেন, নির্বাচন দিয়ে কি হবে? যদি লুটেরা, চোরেরা, ডাকাতরা, ধর্ষকরা আবারো ক্ষমতায় আসে, এদের বিরুদ্ধে আবারো সংগ্রাম করতে হবে। মানুষ কতবার জীবন দিবে? কতবার আন্দোলন করবে? কতবার সংগ্রাম করবে?’

পিআর সিস্টেমে নির্বাচন দাবি করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন জরিপের মধ্যে আসছে, ৭১ পার্সেন্ট মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায়। সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না। গুণ্ডামি থাকবে না। নমিনেশন বাণিজ্য চলবে না। পেশীশক্তি ব্যবহার করা হবে না। কালো টাকার ব্যবহার হবে না। প্রত্যেকটা মানুষ তার ভোট দেয়ার রায় ব্যবহার করতে পারবে। সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে। সমস্ত জনগণের সংসদ হবে। যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ ও নীতির মানুষ থাকবে। তাদের বক্তব্য তুলে ধরতে পারবে। এজন্যে পিআর সিস্টেমে নির্বাচন চাই।’

গণসমাবেশে বক্তৃতা দেয়ার সময় মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের তিন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। তারা হলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো: আলমগীর হোসাইন তালুকদার এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: বিল্লাল আহমেদ মজুমদার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো: আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে গণসমাবেশে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net