মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পৈতৃক ফসলি জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীসহ আশপাশের এলাকার তিন শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দখলকৃত জমির পাশে গিয়ে শেষ হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভূমিদস্যু সুখের ঠিকানা হাউজিং কোম্পানি স্বত্বাধিকারী এম.এ হালিম, মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন, সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, যুবলীগ নেতা রাম প্রসাদ বিশ্বাস ও কেয়াইন ইউপি সদস্য গোবিন্দ মিলে ভূয়া জন্ম নিবন্ধন ও ভূয়া ওয়ারিশ সনদ তৈরি করে জাল দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের ফসলি জমি জবরদস্তি বালু দিয়ে ভরাট করে দখল করেছে। এ সময় বক্তারা অবিলম্বে দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরো বলেন এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে এই মানববন্ধন করেছে।