ফার্স্ট অল বাংলাদেশ ওয়াদো কারাতে চ্যাম্পিওনশীপ অনুষ্ঠিত
ফার্স্ট অল বাংলাদেশ ওয়াদো কারাতে চ্যাম্পিওনশীপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওয়াদোকাই কারাতে এসোসিয়েশনের আয়োজনে চ্যাম্পিওনশীপ খেলাটি অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট ( শুক্রবার) সকাল ৮ টায় রনি কারাতে এ্যাকাডেমি ডেমরা কলেজ শাখায় নারীদের আন্ডার ৬ গার্ল কাতা এবং কুমিতে থেকে শুরু করে আন্ডার ১৮ কাতা এবং কুমিতে সহ সিনিয়র ফিমেল কাতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও আন্ডার ৬ বয়েজ কাতা এবং কুমিতে থেকে আন্ডার ১৮ কাতা এবং কুমিতে সহ সিনিয়র মেল কাতার প্রতিযোগিতা শুরু হয়।
এতে সোমাকা ইসলাম দুইটি সিলভার, আব্দুল্লাহ আল ওয়াসিউর একটি সিলভার ও একটি ব্রোঞ্জ, তহিদুল ইসলাম শাহীন একটি সিলভার ও একটি ব্রোঞ্জ, ইয়ারিক সরকার দুইটি ব্রোঞ্জ , আফিফা রওজা দুইটি ব্রোঞ্জ, মোয়াজ দুইটি ব্রোঞ্জ , সানা দুইটি ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতায় জয়লাভ করেন। এসময় নিউ মডেল পাবলিক স্কুল সানারপার শাখার ইয়াং জেনারেশন কারাতেদো’র ৭ জন ছাত্রছাত্রী খেলায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ওয়াদো কাই কারাতে এ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল মোর্শেদ, সেক্রেটারি আব্দুল শুক্কুর আলী সিকদার, সহসভাপতি ইউনূছ খান সহ সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।