1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক নির্বাহী প্রকৌশলী আজমুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

সাবেক নির্বাহী প্রকৌশলী আজমুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

সাবেক নির্বাহী প্রকৌশলী আজমুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রধান প্রতিবেদক:
———————-
গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমান স্টাফ অফিসার মোঃ আজমুল হককে ঘিরে বেরিয়ে এসেছে ভয়াবহ সব অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য।

একদিকে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত, অন্যদিকে প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি হয়ে উঠেছেন সীমাহীন ক্ষমতার অধিকারী। সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে আজমুল হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি দায়িত্ব পালনের সময় সরকারি বরাদ্দের বাইরে গিয়ে অদৃশ্য বিজ্ঞাপন ও সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

ঠিকাদারদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী থাকাকালীন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি অগ্রিম ২০ শতাংশ কমিশন নিতেন। অনেক ক্ষেত্রেই টাকা নেওয়ার পর কাজ না দিয়ে প্রতারণা করায় ক্ষুব্ধ ঠিকাদাররা তাকে লাঞ্চিতও করেন। আবার কমিশন ছাড়া কোনো ফাইল অনুমোদন না করায় ঠিকাদাররা বাধ্য হয়ে তার সিন্ডিকেটে যোগ দিতে বাধ্য হতেন।

এছাড়া, এপিপি ও থোক বরাদ্দের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রেও তার বিরুদ্ধে ২০ শতাংশের বেশি কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি সাবেক চিফ ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের ক্যাশিয়ার হয়ে কোটি কোটি টাকা আয় করেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে মোঃ আজমুল হক প্রায় শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট, ধানমন্ডিতে প্রায় ১২ কোটি টাকার প্লট, বনশ্রীতে ৬ তলা বিশিষ্ট ভবন, বাসাবোতে অর্ধ কোটি টাকার ফ্ল্যাট, বসুন্ধরা সিটি মার্কেটে দুটি দোকানসহ মোহাম্মদপুরে বাড়ি এবং একাধিক ফ্ল্যাট তার নামে বা স্ত্রীর নামে রয়েছে। তার নামে রয়েছে ব্র্যান্ড নিউ লেক্সাস গাড়ি।

শুধু নগরেই নয়, গ্রামের বাড়িতে শত শত বিঘা ফসলি জমি ক্রয় করেছেন তিনি। পাশাপাশি, হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারেরও অভিযোগ উঠেছে। কানাডায় তার এক বন্ধুর কাছে টাকা পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী’র নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা মজুত রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেদন প্রকাশের স্বার্থে উক্ত বিষয়ে মোঃ আজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে কল কেটে দেন।

গণপূর্ত অধিদপ্তরের এই সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমান স্টাফ অফিসার মোঃ আজমুল হকের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে…

 

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net