1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত রাজধানীর মহাখালীতে চলন্ত বাসে আগুন ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ চৌদ্দগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন মাসিক শিক্ষাবৃত্তি পেল ২০জন শিক্ষার্থী ঢাকায় ভূমিকম্পে ১৪ ভবনের ক্ষতি: জেলা প্রশাসন ‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো’

দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার

ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)-এর দূর্নীতির বরপুত্র কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে ওএসডি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) তাকে ওএসডি করা হয়।

এর আগে, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোপন সম্পদের পরিমাণ ৪ কোটি ৬০ লাখ টাকাঃ দুদকের অনুসন্ধানে জানা যায়, বেলাল হোসাইন চৌধুরী দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ ১১ হাজার ১৬৬ টাকার সম্পদের তথ্য দেন। তবে তদন্তে তাঁর নামে ১৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৭৯ টাকার সম্পদের প্রমাণ পাওয়া যায়। ফলে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদকের অভিযোগ।

জ্ঞাত আয়ের বাইরে প্রায় ৫ কোটি টাকার সম্পদঃ দুদকের হিসাব অনুযায়ী, দায়-দেনা বাদে তাঁর নীট সম্পদ দাঁড়ায় ৭ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৩ টাকা এবং পারিবারিক ব্যয় ধরা হয় ৮ কোটি ৯৭ লাখ ১২ হাজার ১৩ টাকা। এভাবে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৫০ লাখ ৯ হাজার ৪২৬ টাকা।

অন্যদিকে তাঁর গ্রহণযোগ্য আয় ছিল ১১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৩০ টাকা। ফলে ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণ পাওয়া গেছে।

মামলা দুদক আইনেঃ দুদকের মতে, বেলাল হোসাইন চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায়।

তিনি দায়িত্বে ছিলেনঃ সূত্র জানায়, তিনি এর আগে কাস্টম হাউস, বেনাপোলের কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) পদে কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net