এস কে সানি (উত্তরা ঢাকা):
ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন (FHSCPF)-এর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার ৬ ডিসেম্বর রাজধানীর অভিজাত এক রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
নতুন কমিটিতে আশরাফুল আলমকে সভাপতি, মোহাম্মদ হোছাইনকে সাধারণ সম্পাদক এবং সোনিয়া আক্তার তৃষ্ণাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ঘোষণার পর সারাদেশের কমিউনিটি প্যারামেডিকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক মোঃ আনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আশরাফুল আলম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান। সংশ্লিষ্টদের দাবি, তাদের পরিকল্পিত ও সমন্বিত নেতৃত্বের ফলেই সারা দেশের প্যারামেডিক সদস্যদের নিয়ে এত বিস্তৃত পরিসরের কেন্দ্রীয় কমিটি গঠন সম্ভব হয়েছে।
নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, নতুন এই পূর্ণাঙ্গ কমিটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করবে। তারা জানান, “সততা, একতা ও নিষ্ঠাকে সামনে রেখে কমিটির প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। প্যারামেডিক পেশাজীবীদের দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতেও অগ্রাধিকার দেওয়া হবে।”
নেতৃবৃন্দ মনে করেন, সংগঠনের নতুন নেতৃত্ব দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাদের প্রত্যাশা, কমিটির কার্যক্রম প্যারামেডিক সেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বাস্তব উপকার বয়ে আনবে।
এদিকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর সারাদেশের সিপি সদস্যদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ প্যারামেডিকদের সংগঠিত ও পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।