সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিনের মরহুম পিতা মনজুর আলম মুন্সির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঈদগাঁও বাজারস্থ ফয়জুল গণি তাহসিনুল কোরআন হেফজখানা মিলনায়তনে খতমে কোরানের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মওলানা সৈয়দ নুর হেলালী, সহ সুপার মাওলানা নুরুল আজিম, বিশিষ্ট আলোচক মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মরহুমের সুযোগ্য সন্তান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন।
উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাফি আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মনছুর, এইচ এন আলম, ঈদগাহ মেডিক্যাল সেন্টার এমডি এহছান উল্লাহ,আনোয়ার হোছাইন, হেফজখানার শিক্ষক মওলানা মঈন উদ্দিন ও মওলানা ইকরামুল হক প্রমুখ । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী।