1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং দিলেন ডিসি-পুলিশ সুপার  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ঈদগাঁওয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং দিলেন ডিসি-পুলিশ সুপার 

অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার-০৩ ( সদর- রামু -ঈদগাঁও)  আসনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করণের অংশ হিসেবে ঈদগাঁও  উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশাসনের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান।

 

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।

 

অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারীদের দায়িত্ববণ্টন এবং কার্যপ্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

 

এছাড়াও ভোটকেন্দ্রসমূহে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের বিষয়টি তুলে ধরা হয়। এ সময় বডি ওর্ন ক্যামেরার ব্যবহারিক সুবিধা, কার্যকারিতা ও নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতকরণে এর গুরুত্ব সম্পর্কে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net