ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের উদ্যোগে এবং আহসানউল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ইব্রাহিমপুর ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মডেল মসজিদ চত্বরে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানউল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্পেন প্রবাসী সুমেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজমুল হোসেন তাপস এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শরিফুল হক সুমন।
শিক্ষক আবু ইউসুফের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক এটিএম আব্দুল্লাহ, আসানুল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তালাত মাহমুদ চৌধুরী সাদ্দাম প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজন করে এডমিন প্যানেল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এডমিন প্যানেল সদস্যরা সহ আতিকুর রহমান রনি, আতিকুর রহমান, আবুল বাশার, ইব্রাহিম মিয়া, তানভীর ইসলাম, নুরজামাল, নোয়াব মিয়া, মোশারফ রেবেল মামুন মিয়া, হৃদয় হায়দার ও আরো অনেকে।