সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় থেকে নিবন্ধন সনদ পেল ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদের হাতে নিবন্ধন পত্র তুলে দেন
যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন।
উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনকে (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা-৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি-৩ (৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়। যার নিবন্ধন নং যুউঅ/কক্স-২১২।
তাৎক্ষণিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ বলেন, নিবন্ধন পাওয়ায় সংগঠনের সকলে আনন্দিত এবং আগামীতে আরও সুদৃড়ভাবে মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।