শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাক ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিতের লড়াইয়ের পুরোধা, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালীতে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় গতকাল শুক্রবার ২জানুয়ারী বাদে আসর বাঁশখালী গার্লস কলেজের হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিশেষ দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মারুফ, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক, আতিকুর রহমান, রিয়াজ উদ্দীন তারেক, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুল,
বাঁশখাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ, সহসভাপতি রিফাত, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউল আলম, সহসভাপতি তানিম, যুগ্ম সম্পাদক মিশকাতুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শাহেদ তালুকদার, সাইফুল ইসলাম সোহাগ, শাকিল, শফি আলম, রিজভী, রাফি চৌধুরী, তানজিল ইসলাম ছোটন, সাইফুল ইসলাম তোহা, মোহাম্মদ মাসুদ, বোরহান উদ্দীন যায়েদ, আরমানুল ইসলাম, রেজাউল করিম, মিনহাজুল আবেদীন জয়, ইফতেখার উদ্দিন ও মিনহাজ প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী দারুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।
ছবি ক্যাপশন: প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালীতে ছাত্রদলের দোয়া মাহফিলে মোনাজাত রত নেতৃবৃন্দ।