1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল দেবিদ্বারে মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ছায়াতেই সোনালি স্বপ্ন: নবীনগরে হলুদ চাষে সফল কৃষক খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই,,আবুল কালাম  ঈদগাঁওয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা  গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা রামগড়ে বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবীণ বিএনপির দোয়া মাহফিল নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল

নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১ বার

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

অবশেষে নানা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রার্থীতা বহাল রয়েছে। নেতাকর্মীদের তোপের মুখে অবরুদ্ধ থাকায় নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা করতে পারেননি তিনি।

 

ফলে সপ্তাহ জুড়ে চলা নাটকীয়তার অবসান হলো।

জামায়াত জোটের সমীকরণ ও হিসেব নিকেশে ড. ইকবালের প্রার্থীতা নিয়ে সংশয় ছিল পুরোটা সময়। প্রথমে ১১ দলে জোট থাকাকালীন জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলনের প্রার্থীকে এই আসনটি ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক গুঞ্জন ছিল। পরে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলে আসনের দিকে চোখ পড়ে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ অন্যান্য জোট সঙ্গীদের।

 

তবে সাংগঠনিকভাবে অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থানে থাকা জামায়াতের নেতাকর্মীরা আসলটি ধরে রাখতে বরাবরই আত্মপ্রত্যয়ী ছিল।

 

জানা যায়, ১০ দলীয় জোটের প্রতিশ্রুতি অনুযায়ী সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসন শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে এমন গুঞ্জনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকাল থেকেই ইকবাল হোসাইন ভূইয়ার বাড়িতে অবস্থান নেয় নেতাকর্মীরা।

 

সূত্রে জানা যায়, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূইয়াকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়। সে মোতাবেক ড. ইকবাল হোসেন ভূঁইয়া জেলা আমির মাওলানা মমিনুল হক সরকার এর নিকট মনোনয়নপত্র প্রত্যাহারও করেন। তবে প্রত্যাহারের আবেদন নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে অবরুদ্ধ করে স্থানীয় নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের কাছাকাছি তার আইনজীবীর কক্ষে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন নেতা কর্মীরা। একপর্যায়ে মাগরিবের নামাজের সময় তালা খুলে দিলে তিনি (জেলা প্রশাসকের কার্যালয়ে) নির্বাচন কমিশনের কাছে প্রত্যাহারের আবেদন নিয়ে গেলে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় সেটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন জেলা রিটার্নিং অফিসার রায়হান কবির।

 

এব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, ড. ইকবাল হোসাইন ভূইয়া মনোনয়নপত্র প্রত্যাহার করতে এসেছিলেন বিকেল পাচটার পর । নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় আবেদনটি গ্রহন করতে পারিনি।

 

এর আগে সোনারগাঁ পৌরসভার মেহেদী হাসান বলেন, ডঃ ইকবাল এলাকায় সবচেয়ে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সব বিবেচনায় তিনি অনেক এগিয়ে। তিনি নির্বাচিত হলে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হবে। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে এসে খোঁজ রেখেছেন। যাতে মনোনয়ন প্রত্যাহার না করেন সেই অনুরোধ জানায়।

 

বিক্ষুব্ধ আরেক ব্যাক্তি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের মাঠ গুছিয়ে এনেছেন। স্থানীয় এলাকাবাসীদের নিয়ে কাজ করেছেন। এখানে জামায়াতের কোন নেতা নেই। সবাই আমাদের এলাকাবাসী ও সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জের ভোটার। দীর্ঘদিন ধরে আমরা ড. ইকবাল হোসাইন ভূইয়াকে ভোট দিবো বলে মনস্থির করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net