এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লাকসাম উপজেলা মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে শ্রীয়াং প্রবাসী জিয়া ঐক্যপরিষদের উদ্যোগে শ্রীয়াং গ্রামের ১৭ টি মসজিদে মিলাদ ও দোয়া’র আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) জুমার নামাজের শেষে শ্রীয়াং ৮ ও ৯ নং ওয়ার্ডের ১৭টি মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ-সময় প্রতিটি মসজিদে এলাকার মুসল্লীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম সৌদি আরবের পবিত্র ওমরাহ পালনের জন্য বিশেষ মিলাদ ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ হোসেন শহীদ, সমাজসেবক আবুল বাশার, শ্রীয়াং প্রবাসী জিয়া ঐক্যপরিষদের সভাপতি আহছানউল্লা মজুমদার, সহ সভাপতি প্রিন্স মানিক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,সাংগঠনিক কাউছার শেখ,উপদেষ্টা জয়নাল আবেদীন হৃদয়, ইউপি বিএনপি সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আবদুর সাত্তার, যুবদলের সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের টিপু সুলতান, ছাত্রনেতা মইন উদ্দিন,আবদুল মজিদসহ এলাকার ও শ্রীয়াং প্রবাসী জিয়া ঐক্যপরিষদের নেতৃবৃন্দরা।