শ্রীনগর প্রতিনিধি :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় কুকটিয়া ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব আঃ রাহিমের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়ার অনুষ্ঠানে প্রথমে মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় ৩০ থেকে ৪০ জন ইমাম অংশগ্রহণ করেন। কাজি মোত্তাকিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।